১৫ দিন শুটিং করেও সঞ্জয় দত্ত যে কারণে ছবি থেকে সরে দাঁড়ালেন!

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৪ | ১২:৫৯
চলতি বছরের শুরুতে বেশ আয়োজন করেই ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির ঘোষণা দেওয়া হয়। সে সময় জানানো হয়েছিল, আহমেদ খান পরিচালিত এই ছবিতে থাকছেন সঞ্জয় দত্ত ও অক্ষয় কুমার। কিন্তু এখন শোনা যাচ্ছে, ১৫ দিন শুটিং করার পরও এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন সঞ্জয় দত্ত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে এই তথ্য।
জোর গুঞ্জন, ‘শিডিউল’ নিয়ে জটিলতা হওয়ার কারণেই এই ছবিতে আর শুটিং করতে পারবেন না বলে জানিয়েছেন সঞ্জয় দত্ত। কিন্তু সূত্রের দাবি, আসল ব্যাপারটি অভিনেতা অক্ষয়কে জানিয়েছিলেন তিনি।
সঞ্জয়ের মনে হয়েছে, এই ছবির পরিকল্পনা কিছুটা অপরিকল্পিত ভাবেই করা হচ্ছে। বারবার চিত্রনাট্যে বদল এবং তার সঙ্গে ‘ডেটের’ সমস্যায় অভিনেতা খুশি নন। তাই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, সিনেমাটির শুটিংও শুরু হয়ে গেছে। সূত্রের দাবি, এরইমধ্যে সঞ্জয় প্রায় ১৫ দিন শুটিংও করেছেন। এখন সঞ্জয়কে নিয়ে ফাঁপড়ে পড়েছেন নির্মাতারা। কারণ, তাঁদের সামনে এখন দুটি রাস্তা খোলা।
প্রথমত, সঞ্জয় দত্তকে রাজি করিয়ে ছবিটির শুটিং করিয়ে নেওয়া। দ্বিতীয়ত, সঞ্জয়ের শুটিং করা অংশ ফেলে দিয়ে নতুন কোনো অভিনেতাকে নিয়ে পুনরায় শুটিং করা। আবার এ-ও শোনা যাচ্ছে, সঞ্জয়ের অংশটি ক্যামিও হিসেবেও ছবিতে রাখতে পারেন নির্মাতারা। যদিও সবকিছুই এখন আলোচনার পর্যায়ে রয়েছে।
প্রসঙ্গত, ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, সুনীল শেঠি, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন ও লারা দত্ত। চলতি বছরের বড়দিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
- বিষয় :
- সঞ্জয় দত্ত