ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যুক্তিকে হার মানানোর গল্পে ‘কালপুরুষ’র মুক্তি আজ

যুক্তিকে হার মানানোর গল্পে ‘কালপুরুষ’র মুক্তি আজ

চঞ্চল চৌধুরী, এফএস নাঈম ও তানজিকা আমীন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪ | ১৫:২১ | আপডেট: ২৩ মে ২০২৪ | ১৫:৩১

বাস্তবতা ও যুক্তিকে হার মানানো এক গল্পে সালজার রহমান নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘কালপুরুষ’। সিরিজটি মুক্তি পাচ্ছে আগামীকাল। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, এফএস নাঈম ও তানজিকা আমীন।

সময়হীন পরিচয়হীন এক রহস্যময় চরিত্র শেহজাদ চৌধুরী যেই চরিত্রে পর্দায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, ‘কালপুরুষ’র গল্প ও আমার চরিত্র দুটোই একদম ইউনিক। আমাদের এখানে এমন জনরার কাজ খুব কম হয়। সেই সাথে পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাদের বেস্ট দেয়ার চেষ্টা করেছেন এখানে। এখন অপেক্ষা দর্শকের কাছে সিরিজটা পৌঁছানোর।‘

এই সিরিজে অভিনয়ের জন্য বিরাট শারীরিক পরিবর্তন এনেছেন এফএস নাঈম। প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন মিরাজ চরিত্রটি পর্দায় ফুটিয়ে তোলার জন্য। নাঈম বললেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি। সেই সাথে প্রায় ৮-৯ মাস এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল। তারপর শুটিং করা। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা।’

তানজিকা আমীন জানালেন, ‘প্রথমে গল্প শোনার পরই আমার কাছে ইন্টারেস্টিং লেগেছিল। পুরো স্ক্রিপ্ট পড়ার পর মনে হয়েছে খুব ভালো কিছু হবে। আর আমার চরিত্রটাও বেশ ভিন্ন। সেই সাথে দুর্দান্ত একটা টিম কাজ করেছে কালপুরুষ–এ। সব মিলিয়েই এই সিরিজের সাথে সম্পৃক্ত হওয়া।’

মিস্ট্রি-সাই-ফাই-ড্রামা ঘরনার সিরিজটির গল্প ও চিত্রনাট্য পরিচালক সালজার রহমান। তার ভাষ্য, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। একটা মার্ডার কেস সমাধাণ করতে গিয়ে নানা কিছু ঘটতে থাকে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।’

আগামীকাল (২৩ মে) রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘কালপুরুষ’। চরকি অরিজিনাল এ সিরিজে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তি উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ ,জান্নাতুল মাওয়া লাজুকসহ আরও অনেকে।

আরও পড়ুন

×