পলাশের যে উপহার পেয়ে মুগ্ধ তারিক আনাম খান

তারিক আনাম খান ও জিয়াউল হক পলাশ। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪ | ১৮:১৩
দুই বছর আগে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল আশিকুর রহমান পরিচালিত নাটক ‘সাদা প্রাইভেট’। এতে অভিনেতা তারিক আনাম খানের সঙ্গে অভিনয়করেছিলেন জিয়াউল হক পলাশ। দর্শকমহলে দুজনের অভিনয়ই হয়েছিল বেশ প্রশংসিত।
ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন এই দুই অভিনেতা। সম্প্রতি একই নির্মাতার ‘এভাবেও ফিরে আসা যায়’ নামক একটি নাটকের শুটিং শেষ করেছেন তাঁরা। আর এর শুটিং চলাকালে স্মৃতিময় এক মুহূর্ত জমা হলো দুজনের হৃদয়ে। অভিনেতা তারিক আনাম খানকে একটি বই উপহার দিয়েছেন পলাশ। তাতে মুগ্ধ হয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই মুহূর্তের কথা জানিয়েছেন তারিক আনাম খান নিজেই। স্নেহমাখা এক স্ট্যাটাসে অভিনেতা লেখেন, ‘‘পলাশের সাথে আমার এটা তৃতীয় কাজ। প্রথম ছিল ‘আপন’, ২য় ‘সাদা প্রাইভেট’, এবার করলাম ‘এভাবেও ফিরে আসা যায়’। এই নাটকে কবিতার উপস্থিতি আছে, আছে জীবনানন্দ দাশ। আমরা বিস্ময়কর কবি জীবনানন্দকে নিয়ে অনেক কথা বলেছি রাতের ঘোরে শুটিং করতে করতে। হঠাৎ বলল ‘ভাইয়া আপনাকে আমি জীবনানন্দকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের একজন কমলালেবু বইটা উপহার দিতে চাই।’ সত্যিই নিয়ে এলো পরদিন। ভালোবাসার উষ্ণতা ভরা পলাশের স্বহস্তে লেখা সাথে তার স্বাক্ষর। পলাশের জানার আগ্রহ, পড়া, ছবি দেখা, শোনা আর ভাবা আমাকে আনন্দিত করে।’’
বইটি এরইমধ্যে পড়তে শুরু করেছেন তারিক আনাম খান। সেই অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘‘পড়তে শুরু করেছি ‘একজন কমলালেবু’। দারুণ সুন্দর শুরু। ধন্যবাদ পলাশ। তোমার ভালবাসার উষ্ণতা আমাকে স্পর্শ করে।’
তারিক আনাম খানের মতো গুণী অভিনেতার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সৌভাগ্যের ব্যাপার! আবেগ ছুঁয়ে গেছে জিয়াউল হক পলাশকেও। সামাজিকমাধ্যমে স্ট্যাটাসটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘তারিক আনাম খান স্যার, আপনার সাথে শুটিংয়ের অভিজ্ঞতা আমার কাছে সবসময়ই স্মরণীয় যাত্রার মতো। মুহূর্তগুলোকে আগলে রাখবার মতোন। তবে এবার কাজ করতে গিয়ে আপনাকে আরও বেশি সময় পাওয়ার সৌভাগ্য হয়েছিল। আপনার প্রতি মোহগ্রস্ত হয়েছিলাম আমরা সকলেই। আমার এই নিদারুণ উপহারকে আপনি যেভাবে গ্রহণ করলেন এই প্রাপ্তি আমি আবেগ দিয়ে আগলে রাখব। ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ কাজল আরেফিন অমি ভাই এবং আশিকুর রহমান ভাইকে। ‘আপন’, ‘সাদা প্রাইভেট’ এবং ‘এভাবেও ফিরে আসা যায়’ কাজগুলোতে তারিক আনাম স্যারের সাথে আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য। ভালোবাসা আপনাদের।’’
মুক্তি প্রতীক্ষিত ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকে তারিক আনাম খান ও পলাশ ছাড়াও অভিনয়ে দেখা যাবে সংগীতশিল্পী আহমেদ হাসান সানিকে। জানা যায়, পলাশের সঙ্গে এটাই তাঁর প্রথম কাজ। তাঁরা ছাড়াও নাটকটিতে রয়েছেন অভিনেত্রী পারসা ইভানা।
- বিষয় :
- তারিক আনাম খান
- জিয়াউল হক পলাশ