ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩০ কোটি টাকার আইনি নোটিশ, অবশেষে মিলে গেল দুই নায়িকা

৩০ কোটি টাকার আইনি নোটিশ, অবশেষে মিলে গেল দুই নায়িকা

তমা মির্জা ও মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪ | ২০:২৪ | আপডেট: ২৮ মে ২০২৪ | ২০:২৮

মানহানিকর মন্তব্য করার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আরেক নায়িকা তমা মির্জা। পরে পাল্টা ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জাকে আইনি নোটিশ পাঠান মিষ্টি। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছিল। অবশেষে তাদের সেই বিবাদ মিটে গেল।

মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির উদ্যোগে তমা-মিষ্টির বিবাদ সমঝোতা করা হয়েছে। এসময় তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তমা বলেছেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে আমাদের দুইজনের সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেছি।’

এদিকে তমার সঙ্গে সুর মিলিয়ে মিষ্টি বলেছেন, ‘আমাদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সাথে নিয়ে সমঝোতা করলাম।’

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই বুঝতে পেরেছে বিষয়টি করা উচিৎ হয়নি। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য। সবাই আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।’

আরও পড়ুন

×