ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ন্যাড়া মাথায় দেবের প্রেমিকা, বললেন ভালো-খারাপ ভেবে কিছু করিনি

ন্যাড়া মাথায় দেবের প্রেমিকা, বললেন ভালো-খারাপ ভেবে কিছু করিনি

রুক্মিণী মৈত্র

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪ | ১৩:৫৫ | আপডেট: ২৯ মে ২০২৪ | ১৪:১৯

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার নিজের ন্যাড়া মাথা ছবি পোস্ট করেছিলেন রুক্মিণী মৈত্র। টালিউড সুন্দরীর এমন রূপ দেখে হতবাক হয়েছিল নেটিজেনরা। একটু সময় এগোতেই বোঝা গেল জিতের ‘বুমেরাং’ ছবির জন্যই এমন সাহসী অবতারে রাজি হয়েছে রুক্মিণী। শনিবার মুক্তি পেতে চলেছে জিতের ‘বুমেরাং’। তার আগে ছবির প্রচারে এই চ্যালেঞ্জ নিয়ে মুখ খুললেন রুক্মিণী।

রুক্মিণী জানিয়েছেন, আমার এমন অবতার দেখে ভালো লাগবে নাকি খারাপ, সেটা ভেবে কিন্তু মোটেই কাজটা করিনি। বরং আমার ভালো লেগেছে করতে। সেটাই আমার মাথায় ছিল অভিনয় করার সময়। আর এখন তো সবাই প্রশংসা করছে। এমনকী, মুম্বাই থেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে অনেকে।’

রুক্মিণী জানান, ‘এই অবতারে অভিনয় করার সময় ট্রোলিং হবে সেটা আন্দাজ করতে পেরেছিলাম। তবে ওসবে আমি পাত্তা দিই না।’

‘বুমেরাং’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। একটায় তার মাথা ভর্তি চুল, আরেকটা ন্যাড়া। রুক্মিণী জানিয়েছেন, এই প্রস্থেটিক তৈরি করতে ৫ ঘণ্টা মতো সময় লেগেছে। ভোর পাঁচটা থেকে মেকআপ শুরু হত। এর নেপথ্যে ছিলেন মেকআপ আর্টিস্ট বীথিকা বেনিয়া।

শুক্রবার প্রকাশ্যে এল জিৎ-রুক্মিণীর বহু প্রতীক্ষিত সিনেমা ‘বুমেরাং’-এর ট্রেলার। কল্পবিজ্ঞান ভিত্তিক ছবি এর আগে টালিউডে হলেও প্রথমবার বাংলার পর্দায় ‘রোবো-কমেডি’ ঘরানার সিনেমা দেখার সুযোগ পাবেন দর্শকরা। জিতের ‘বুমেরাং’ ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার পরই কৌতূহলের পারদ চড়িয়েছিল, এবার ট্রেলার দেখে অনুরাগীদের উন্মাদনার পারদ আরও দ্বিগুণ হয়েছে।

রুক্মিণীর ন্যাড়া অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ দেবও। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেত্রী নিজমুখেই জানিয়েছেন সেকথা। রুক্মিণীর কথায়, ‘ইশা-নিশা দুটো লুকেই দেব মুগ্ধ। তবে আরেকটা কথা ও আমাকে বলল, চট করে কেউ নেড়া হয় না, এটা সাহসীকতার প্রতীক। দেব অবশ্য সবসময়েই আমাকে সাপোর্ট করে।

আরও পড়ুন

×