ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছবিটি করতে গিয়ে জাহ্নবীর দুই কাঁধের হাড় সরে গিয়েছিল!

ছবিটি করতে গিয়ে জাহ্নবীর দুই কাঁধের হাড় সরে গিয়েছিল!

জাহ্নবী কাপুর। ছবি: সংগৃহীত

উপমা পারভীন

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৬:৩৫ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৬:৫৭

তুমি স্বপ্ন দেখ, পাশে আছি… দিনের শেষে হাত শক্ত করে ধরে এই শব্দগুলো বলার মানুষ যাদের কাছে রয়েছে, তারাই জানেন জীবনসঙ্গীর সাহচর্য কতটা গুরুত্বপূর্ণ? প্রতিটা সফল পুরুষের নেপথ্যেই নারীর হাত থাকে। এমনই দেখা গেল বলিউডের নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র ট্রেলারে। 

এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর। এর আগে হরর কমেডি ছবি ‘রুহি’তে একসঙ্গে অভিনয় করেন রাজকুমার ও জাহ্নবী। এবার ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি প্রেমের গল্পে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। ছবিতে জাহ্নবীর চরিত্রের নাম মহিমা এবং রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর ভূমিকায়। 

ট্রেলারের মাধ্যমেই জানা গেল দু’জনেরই ডাক নাম এক। একজন বইপোকা। আরেকজন পেপার, ম্যাগাজিনে মুখ গুঁজে থাকে। সেই মাহি জুটির রয়েছে এক অপূর্ণ স্বপ্ন। পেশায় ডাক্তার স্ত্রীরও যে ক্রিকেটপ্রেম রয়েছে, তা জানতে পেরে ক্ষুদ্র ব্যবসায়ী স্বামীর অপূর্ণ ইচ্ছে মনে উঁকি দেয়। ঘটে নানা ঘটনা।

একজন দক্ষ খেলোয়াড় হতে হলে তাঁকে ফিটনেস বজায় রাখতে হয়। তাই তো এই চরিত্রের জন্য প্রচুর পরিশ্রম করেছেন জাহ্নবী। ‘চাকদহ এক্সপ্রেস’-এ ঝুলন গোস্বামীর চরিত্রে অভিনয় করতে অভিনেত্রী অনুশকা শর্মা যেমনভাবে নিজেকে তৈরি করেছেন, ঠিক সেভাবেই করেছেন জাহ্নবী। সিনেমার জন্য ক্রিকেট খেলা শিখেছেন জাহ্নবী। সেই সময় একাধিক চোটও পেয়েছেন। 

তিনি বলেন, ‘প্রচুর পরিশ্রম করেছি। গত দু’বছর ধরেই অনুশীলন করছি। আমাদের পরিচালক খুব খুঁতখুঁতে। তিনি চেয়েছিলেন আমি এই ছবির জন্য ক্রিকেটার হয়ে উঠি। কোনো ভিএফএক্স ব্যবহার করা হয়নি। অনুশীলনে প্রচুর চোট পেয়েছি। আমার দুই কাঁধের হার সরে গিয়েছিল। আমাকে ক্রিকেট খেলা শিখিয়েছিলেন অভিষেক নায়ার ও বিক্রান্ত স্যার। তারাও আমার সঙ্গে প্রচুর পরিশ্রম করেছেন। প্রতি মুহূর্তে আমাকে হাতে ধরে শিখিয়েছেন।’ 

জাহ্নবী জানান, এই সিনেমার জন্য যখন অনুশীলন করছিলেন, তখন তাঁর মনে ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির একটা কথা খুব অনুপ্রেরণা দিয়েছিল। জাহ্নবী বলেন, ধোনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ফলটা গুরুত্বপূর্ণ নয়, প্রক্রিয়াটাই আসল। সৎভাবে যদি পরিশ্রম করা হয়, তাহলে ফল ঠিক পাওয়া যাবে। তাতে যদি কখনও ব্যর্থ হতে হয়, তাতেও ক্ষতি নেই। ধোনির বলা এ লাইনই ছিল আমার অনুপ্রেরণা।’ 

করণ জোহরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা। যিনি এর আগে জাহ্নবী অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ সিনেমা তৈরি করেছিলেন। সিনেমাটি আগামীকাল ভারতজুড়ে মুক্তি পাবে। 
সিনেমাটি নিয়ে করণ জোহর বলেন, ‘কিছু ছবি গল্পের থেকে বেশি হয়। ভালোবাসার থেকেও বেশি কিছু হয়। এই সিনেমা স্বপ্নের কথা বলে এবং একই সঙ্গে দেখায়, কাছের মানুষ কীভাবে স্বপ্নপূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। মিস্টার অ্যান্ড মিসেস মাহি আমাদের সবার খুব কাছের একটি ছবি।’ 

বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক দীর্ঘদিনের। এর আগেও আজহার উদ্দিন, মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেবের বায়োপিসহ আরও অনেক সিনেমা মুক্তি পেয়েছে। এবার ক্রিকেট নিয়ে বায়োপিক না হলেও খেলা নিয়ে নির্মিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ বক্স অফিসে কতটুকু ম্যাজিক দেখাতে পারে সেটাই দেখার।
 

আরও পড়ুন

×