দেশের প্রতিনিধিত্ব করেছি, এটাই আনন্দের: ভাবনা

আশনা হাবিব ভাবনা
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ০৬ জুন ২০২৪ | ১৭:০৬ | আপডেট: ০৬ জুন ২০২৪ | ১৯:৪০
চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছিলেন অভিনেত্রী ও মডেল আশনা হাবিব ভাবনা। কোনো সিনেমা নিয়ে নয়, সম্পূর্ণ নিজ উদ্যোগে ছিল তাঁর এই সফর। নানা পোশাকে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন তিনি–
‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’
১২ মে। কানে রাতে পৌঁছেই সামাজিক মাধ্যমে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’। তখনই দিলেন কানে পৌঁছানোর আনুষ্ঠানিক ঘোষণা। একটা সময় পুরান ঢাকায় থাকতেন ভাবনা, কানে গিয়ে প্রথমে সেই স্মৃতিচারণাই করেছেন এ অভিনেত্রী। বৈশ্বিক চলচ্চিত্রের সম্মানজনক আসরে নিজ উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। কানে যাওয়ার অনুভূতি জানিয়ে ভাবনা বলেন, কোনোদিন ভাবিনি, কান চলচ্চিত্র উৎসবের মতো এত বড় আসরে যাব। যেন স্বপ্নের মতো। উৎসবে যা যা করেছি আমি তা সামাজিক মাধ্যমে যতটুকু সম্ভব শেয়ার করেছি। কারও বুঝতে বাকি নেই কতটা চমৎকার ছিল জার্নিটি। কানে থেকে আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরেছি। সর্বোপরি অভিনয়শিল্পী হিসেবে নিজের দেশকে প্রতিনিধিত্ব করেছি–এটাই আনন্দের।
বর্ণিল পোশাকে দ্যুতি ছড়িয়ে
কানে বর্ণিল পোশাক ও ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে ভাবনাকে। সেসব নজরকাড়া পোশাক ও সাজের ছবি ফেসবুকে শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। শাড়ি পরেই মাড়িয়েছেন লালগালিচা। সাধারণ সাজে গ্ল্যামারাস লুকে তাঁকে লাগছিল বেশ। প্রথম দিন পরেছেন কালো রঙের ব্লেজার। দ্বিতীয় দিনে অভিনেত্রীকে দেখা গেছে নীল রঙের ফুলেল নকশার গাউনে। তাঁর পোশাকের ফুলগুলো নাম না জানা জংলি ফুল। এরপর প্রতিদিনই ছিলেন হরেক রকম পোশাকে। সাধারণ সাজে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন এ অভিনেত্রী। কালো-সোনালি গাউনে নজর কাড়েন তিনি। পোশাকটি তাঁর কান লুকের বিশেষ আকর্ষণ। কারণ, সেটি অভিনেত্রীর প্রিয় পাখি কাকের আদলে ছিল নকশা করা। কালো রঙের আরেকটি গাউনে নজর কেড়েছেন অভিনেত্রী।
সেই পোশাকে তাঁর প্রিয় কালজয়ী চার অভিনেত্রী ববিতা, সুবর্ণা মুস্তাফা, মেরিল স্ট্রিপ ও অড্রে হেপবার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নায়িকা। পোশাক পরিকল্পনায় তাঁর সঙ্গে যে ছয়জন ডিজাইনার কাজ করেছেন তাঁরা সবাই বাংলাদেশি। প্রত্যেকে চেয়েছেন নিজের দেশের ঐতিহ্যকে কানের মঞ্চে রিপ্রেজেন্ট করতে। এ কারণেই জামদানি, রিকশা পেইন্টের ব্লাউজ, কাক, বেনারসি শাড়ি কেটে গাউন কিংবা মায়ের বিয়ের কাতান শাড়িতে দেখা গেছে ভাবনাকে।
নতুন সিনেমায় অভিনয়ের প্রস্তাব
কানে নিজের অভিনীত কোনো সিনেমা না নিয়ে গেলেও সেখানে থেকে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে এসেছেন। বাংলাদেশি এক নির্মাতার সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘জেনুবিয়া’। এটি পরিচালনা করবেন জাফর ফিরোজ। শিগগিরই শুরু হবে সিনেমার দৃশ্য ধারণ। পুরো শুটিং হবে মালয়েশিয়াতে। ভাবনা বলেন, ‘কান উৎসবে কোনো পরিকল্পনা নিয়ে যাইনি। জাফর ভাইয়ের সঙ্গে পরিচয় ছিল। ওখানে গিয়ে দেখা। তিনি মালয়েশিয়াতে কাজ করেন। সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করতে যাচ্ছি। বাংলা, ইংরেজি ও চায়নিজ ভাষায় এটি তৈরি হবে। তিন দেশে সিনেমার মুক্তির পরিকল্পনাও রয়েছে নির্মাতার। কানে এসে প্রথমবার এমন সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে যাওয়া সৌভাগ্যের।’
মন খারাপের ডায়েরি...
অনেক আনন্দের মাঝে সহকর্মীকে হারিয়ে মনটা বিষাদে ছেয়ে গেছে ভাবনার। সম্প্রতি তিনি হারিয়েছেন তাঁর সহকর্মী রিশতা লাবনী সীমানাকে। জীবনের সীমা ছাড়িয়ে হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর ওপারেই চলে গেলেন তিনি। ভাবনা বলেন, ‘‘হঠাৎই চলে গেলেন সীমানা। খুব খারাপ লাগছে। ভীষণ কষ্ট পেয়েছি। অনেক কম বয়সে তিনি চলে গেছেন। যতদূর মনে পড়ে, যখন ছোট ছিলাম তখন তাঁর সঙ্গে মাহফুজ আহমেদের পরিচালনায় ‘দেহরক্ষী’ নাটকে অভিনয় করেছিলাম।
নাটকে সীমানার ছিল অতিথি চরিত্র। নাটকের সেটেই তাঁর সঙ্গে প্রথম দেখা পরিচয়। এরপর একসঙ্গে আর কোনো নাটকে অভিনয় না করলেও বিভিন্ন আড্ডা, আনন্দ আয়োজনে তাঁর সঙ্গে দেখা হয়েছে। দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে ২০১৬ সাল থেকে বছর ছয়েক অভিনয় বিরতি নিয়েছিলেন। তাঁর রেখে যাওয়া ফুটফুটে সন্তানদের জন্য বড্ড মায়া হয়। মায়ের শূন্যতা কী সন্তান দুটির হয়তো বোঝার ক্ষমতাও হয়নি। তাদের কথা ভেবে মন খারাপ হচ্ছে। প্রিয় সহকর্মীর জন্য মন থেকে অনেক দোয়া করছি। সৃষ্টিকর্তা যেন তাঁকে শান্তিতে রাখেন।’’
কাজের খবর
বাবা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমায় ভাবনা অভিনয় করেছেন এটি সবারই জানা। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরই এটি মুক্তি পাবে। এছাড়াও তাঁর হাতে রয়েছে সিনেমা ‘চারুলতা’। ‘পায়েল’ সিনেমার কাজ শেষ করেছেন কিছুদিন আগে। বাকি আছে ডাবিং। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমা ‘দামপাড়া’।
- বিষয় :
- আশনা হাবিব ভাবনা