ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৯ বার ওমরাহ পালন, এবার হজে গেলেন অনন্ত জলিল

৯ বার ওমরাহ পালন, এবার হজে গেলেন অনন্ত জলিল

অনন্ত জলিল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১৪:১৫ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১৫:০৭

অভিনয় ও নানা ধরনের কর্মকাণ্ডের জন্য সব সময় আলোচনায় থাকেন অনন্ত জলিল। এবার ঈদে তার কোনো সিনেমা আসছে না। সিনেমার খবর না দিলেও ব্যক্তিগত নতুন খবর দিলেন এই অভিনেতা। প্রথমবারের মতো হজ করতে গিয়েছেন তিনি। হজে যাওয়ার আগে সোমবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন অনন্ত জলিল।

অনন্ত জলিল বলেন, ‘এর আগে সপরিবারে ৮-৯ বার আমি ওমরাহ করেছি। এবারই প্রথম হজে যাচ্ছি। আমার প্রাণপ্রিয় শুভাকাঙ্ক্ষী ও ভক্তগণের কাছে দোয়া চাই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।’

জানা গেছে, প্রায় ২৫০ জন সদস্য নিয়ে তিনি এখন হজ ক্যাম্পে আছেন। তারা এই নায়কের সফরসঙ্গী।

সবশেষ মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা।

এদিকে অনন্ত জলিল ব্যস্ত আছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’নিয়ে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য এ ছবিটি পরিচালনা করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও কলকাতার রাজীব কুমার।

আরও পড়ুন

×