ভিন্ন ভিন্ন চরিত্রেই কাজ করতে চাই: অপু

রাশেদ মামুন অপু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৪ | ১৫:৪৩ | আপডেট: ২৬ জুন ২০২৪ | ১৬:৪১
ঢাকাই সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন রাশেদ মামুন অপু। কয়েকবছর হল ঈদে সিনেমা কিংবা ওয়েব সিরিজ নিয়ে হাজির হতেন তিনি। এবার ঈদে বড় পর্দায় তাকে পাওয়া না গেলেও পাওয়া গেছে ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’-এ। এতে হুকুমত গ্রুপের সদস্য কোরামিন চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শিহাব শাহীন পরিচালত এ সিরিজে নেতিবাচক চরিত্রে অভিনয় করে রীতিমত ভয় ধরিয়েছেন রাশেদ মামুন অপু। ‘গোলাম মামুন’ সিরিজ নিয়ে অপু বলেন, চরিত্রটি খুব ভয়ের। অনেকরকম ভয়ের এক্সপ্রেশন দিতে হয়েছে। অনেক চ্যালেঞ্জ নিয়ে নেতিবাচক চরিত্রটি করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। প্রচণ্ড তাপদাহের সময় বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। প্রচার হওয়ার পর বেশ সাড়া পাচ্ছি। সবাই খুব প্রশংসা করছেন।
তার কথায়, আমি ভালো একজন অভিনেতা হওয়ার চেষ্টা করছি মাত্র। তাই ভিন্ন ভিন্ন চরিত্রেই কাজ করতে চাই।
চলতি সপ্তাহে ‘কাঠগোলাপ’ সিনেমা নিয়ে বুলগেরিয়া ঘুরে এসেছেন তিনি। সেখানে একটি চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ প্রশংসিত হয়েছে। বিষয়টি নিয়ে অপু বলেন, আমার অভিনীত ‘কাঠগোলাপ’ সিনেমা সম্প্রতি বুলগেরিয়ার একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে এই উৎসবে গিয়ে। পৃথিবীর নানান দেশ থেকে পরিচালক, প্রযোজক ও শিল্পীরা এসেছিলেন। অনেক সুন্দর সময় কেটেছে।’
তার কথায়, বুলগেরিয়া ছাড়াও ইউরোপের কয়েকটি দেশ ঘুরেছি। অভিনেতা হিসেবে প্রবাসী বাংলাদেশিদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। একজীবনে সুখের স্মৃতি হয়ে থাকবে।
এদিকে রাশেদ মামুন অপু অভিনীত ‘জংলি’ সিনেমা গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত পায়নি। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘জংলী’ অসাধারণ গল্পের একটি সিনেমা। এই সিনেমায় দর্শকরা ভিন্ন একটি চরিত্রে আমাকে পাবেন। ‘জংলি’ সিনেমায় বড় একটা চমক আছে।
- বিষয় :
- রাশেদ মামুন অপু
- খল অভিনেতা