বক্স অফিসে ‘কাল্কি’ ঝড়, চারদিনে আয় ৫০০ কোটি

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৪:৫২ | আপডেট: ০১ জুলাই ২০২৪ | ১৪:৫২
দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। মুক্তির পর থেকেই ‘কাল্কি’ সিনেমাটি হলে তাণ্ডব চালাচ্ছে। চতুর্থ দিনেও ছিল সেই ধারাবাহিকতা। ফলে আয়ের ঝুলিতে উঠে এসেছে ৫০০ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘কাল্কি ২৮৯৮ এডি’ রোববার ছুটির দিনে একলাফে দেশে ৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। দক্ষিণী ভাষা তো বটেই এমনকী ‘কল্কি’র হিন্দি বলয়ের আয়ও কম নয়! মুক্তির মাত্র দিন চারেকের মধ্যে হিন্দি ভার্সন থেকে মোট ১১০.৫ কোটি টাকার ব্যবসা করেছে। যা কিনা ভবিষ্যতে বলিউডকে হুঁশিয়ারি দেগে দেওয়ার মতোই!
তবে দক্ষিণী বেল্ট থেকে ‘কল্কি’র আয় সবচেয়ে বেশি। বিশেষ করে তেলুগু সিনেবাজারে মোট ১৬২.১ কোটি টাকার ব্যবসা করার খবর মিলেছে এখন পর্যন্ত। তামিল ভার্সন থেকে আয় ১৮.৩ কোটি টাকা। এদিকে মালয়ালম ভার্সনে ৯.৭ কোটির ব্যবসা করেছে কল্কি। আর কন্নড় ভার্সনের কালেকশন ১.৮ কোটি টাকা।
এদিকে ৬০০ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির আগেই তুলে নিয়েছিল ৪০০ কোটি টাকা। ‘কাল্কি’ নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে অমিতাভকে। খল চরিত্রে আছেন কমল হাসান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন।
- বিষয় :
- প্রভাস
- দীপিকা পাড়ুকোন