ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এ যেন এক অসমাপ্ত প্রেমকাহিনি!

এ যেন এক অসমাপ্ত প্রেমকাহিনি!

অজয় দেবগন ও টাবু

উপমা পারভীন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ১৭:০৯ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ১৭:২৫

বলিউডের অন্যতম হিট জুটি অজয় দেবগন এবং টাবু। ‘বিজয়পথ’, ‘হকিকত’, ‘তক্ষক’, ‘ফিতুর’, ‘দৃশ্যম’, ‘গোলমাল এগেইন’, ‘দে দে পেয়ার দে’, ‘দৃশ্যম ২’ এবং ‘ভোলা’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন এই যুগল। আগামীকাল মুক্তি পাচ্ছে এই জুটির নতুন সিনেমা। নাম অরুণ মে কাহা দম থা’। সম্পতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। যার শুরু হয় এক ইয়ং কাপলের কথোপকথন দিয়ে। মেয়েটি বলছে, ‘কৃষ্ণা, কোই হামকো আলাগ তো নেহি কারেগা না?’

তাঁকে আশ্বস্ত করে ছেলেটি বলছে, ‘ম্যায়নে চেক কিয়া, কোই আয়সা পেয়দা নেহি হুয়া অভি তাক।’ সিনেমায় ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর ধরে নানা দিক তুলে ধরা হয়েছে। ট্রেলারে সিনেমার গল্প বারে বারে ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়েছে। তরুণ অজয়ের চরিত্রে শান্তনু মাহেশ্বরী, তরুণী টাবুর চরিত্রে সাই মাঞ্জরেকার অভিনয় করেছেন। টাবুর স্বামী হিসেবে দেখা গিয়েছে জিমি শেরগিলকে। সিনেমায় অজয়ের চরিত্রের নাম কৃষ্ণা।

ট্রেলারে দেখানো হয়েছে জেলের ভিতরে আসামির পোশাকে কৃষ্ণা। দু’জনকে খুনের অভিযোগে তাঁর ২২ বছরের দীর্ঘ কারাবাস শেষ হতে চলেছে। কিন্তু তিনি মুক্তি পেতে চান না, কারণ তিনি বাইরের জগতের মুখোমুখি হতে প্রস্তুত নন। ছোটবেলায় অজয় ও টাবুর প্রেম, অজয়ের জেলে চলে যাওয়া, অভিজিতের সঙ্গে টাবুর বিয়ে, তারপরেও ছোটবেলার প্রেমিকের জন্য ২২ বছর ধরে অপেক্ষারত টাবু।

২২ বছর পর জেল থেকে বেরিয়ে ছোটবেলার প্রেমিক-প্রেমিকার মিলনের এক দারুণ দৃশ্য দেখানো হয়েছে। এরপর টাবুর স্বামীর চরিত্রে অভিনয় করা জিমি শেরগিল অজয়ের কাছে জানতে চান, সেই রাতে যে দু’জনকে খুন করার অভিযোগ রয়েছে, কী হয়েছিল ওই রাতে? কেউ তাকে কী ফাঁসিয়ে দিয়েছে? এই প্রশ্নটা ঘিরেই আবর্তিত হয়েছে সিনেমার পুরো গল্প। ট্রেলারটিতে ৯০-এর দশকের একটি নস্টালজিয়া রয়েছে। যার সঙ্গে রয়েছে অজয়ের শায়েরি, যা আপনাকে দিলজালে এবং দিলওয়ালের সময়ে ফিরিয়ে নিয়ে যাবে। ছবিতে রয়েছে হোলির দৃশ্য। ছবির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত এম এম কীরাবণী।

ছবিটি পরিচালনা করেছেন নীরজ পান্ডে। যিনি এর আগে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘এ ওয়েডনেস ডে’, এবং ‘স্পেশাল ২৬’-এর মতো সফল সিনেমা নির্মাণ করেছেন। এখন দেখার বিষয় প্রেমিক-প্রেমিকার চরিত্রে জুটি হিসেবে অজয়-টাবুর অভিনয় এবং শেষ পর্যন্ত তাদের ‘অসমাপ্ত’ প্রেমকাহিনির কোন দিকে মোড় নেয় তা জানা যাবে আগামীকাল।

আরও পড়ুন

×