শেষ জন্মদিনে সাক্ষাৎকারে ‘তারকাখ্যাতি’ নিয়ে যা বলেছিলেন শাফিন

শাফিন আহমেদ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৪:৪০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৪:৫০
দেশের নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজ শাফিন আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা গেছেন তিনি। গত ১৪ ফেব্রুয়ারি ছিলো এই ব্যান্ড তারকার ৬৩ তম জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে সমকালকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বই, স্টেজ শো ও তারকাখ্যাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শাফিন আহমেদ। রাসেল আজাদ বিদ্যুতের নেওয়া সেই সাক্ষাৎকারটি আজ আবার প্রকাশ করা হল-
সমকাল পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের অগ্রীম শুভেচ্ছা জানাচ্ছি। এবার বলুন, এবারের জন্মদিন কীভাবে পালন করার পরিকল্পনা করেছেন?
জন্মদিনের শুভেচ্ছার জন্য সমকাল পরিবারকে ধন্যবাদ। এখন বলি, যে প্রশ্ন করা হয়েছে, তাঁর উত্তরটা অবিশ্বাস্য মনে হবে। কারণই এবার সত্যি জন্মদিন উপযাপন নিয়ে বিন্দুমাত্র ভাবিনি। সারাদিনের পরিকল্পনা শুধু আমার জীবনীগ্রন্থ ‘পথিকার’কে ঘিরে। বিকেলে বনানীর রিডিং ক্যাফেতে ‘পথিকার’র মোড়ক উন্মোচন করা হবে। তার আগে একুশে বইমেলায় গিয়ে পাঠকদের সঙ্গে সময় কাটাবো। সেই ফাঁকে মুঠোফোন ও সোস্যাল মিডিয়ায় হয়তো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবো। এছাড়া জন্মদিন নিয়ে ঘটা করে কোনো আয়োজনের পরিকল্পনা নেই।
তারকাখ্যাতি যাদের জীবন উজ্জ্বল করে রেখেছে, তাদের সবকিছুই প্রকাশিত যারা এ কথা বলেন, তাদের সঙ্গে একমত হবেন?
বড় তারকাদের ক্ষেত্রে এ কথা হয়তো সত্যি। কারণ তাদের কর্মজীবনের পুরো জার্নিটাই বিভিন্ন মাধ্যমে নানা ভাবে তুলে ধরা হয়। তবে তারকা খোলসের বাইরে ব্যক্তি মানুষটি কেমন, সেটা কিন্তু অজানাই থেকে যায়। যা পরে কোনো একসময় কোনো বইয়ের মালাটে আত্মজীবনীর মধ্যে তারা প্রকাশ করেন। নয়তো অন্য কোনো লেখকের মাধ্যমে জীবনী আকারে তা প্রকাশ পায়।
‘পথিকার’ বইটিতে কি তাহলে তারকার পাশাপাশি ব্যক্তি শাফিন আহমেদেরও জীবন ভ্রমণ ওঠে এসেছে?
অনেকটা তাই। যদিও দুই মলাটের একটি বইয়ে সমগ্র জীবন তুলে ধরা সম্ভব নয়, তারপরও যতটা নিজেকে প্রকাশ করা যায়, তা করার চেষ্টা করেছি। গত তিন যুগ ধরে যারা আমাকে দেখেছেন, তাদের কাছে পরিচয় কী? খেয়াল করতে দেখবেন, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ান, মাইলস তারকা, এই সময়ে এসে সংগীত প্রযোজক, প্রকাশক- এসব পরিচয়েই আমাকে সবাই চেনেন। এর পাশাপাশি অনেকে জানেন, আমি দুই সংগীত কিংবদন্তী কমল দাসগুপ্ত ও ফিরোজা বেগমের সন্তান। কিন্তু এর বাইরে একান্ত কাছের মানুষজন ছাড়া আর কিছু কেউ কি আমার সম্পর্কে জানেন? মনে হয় না। তারকা হলেও সাধারণ মানুষদের থেকে আমি তো একেবারে আলাদা নই। আমার জীবনেও আছে অনেক উত্থান-পতন, চড়াই-উৎরাই পেরুনোর গল্প। যা কখনও কারো কাছে প্রকাশ করিনি। সে কারণেই ‘পথিকার’ বাইয়ে এক অজানা শাফিনকে উন্মুক্ত করেছি। ‘পথিকার’ মানেই হলো জীবনের যাত্রা। তাই ব্যক্তি ও তারকা দুই শাফিন আহমেদের জীবনের গল্প এতে স্থান পেয়েছে।
এবার গানের প্রসঙ্গে আসি। এ মুহুর্তে নতুন কোনো আয়োজন করছেন কি?
স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত। এরই মধ্যে দুইবার যুক্তরাষ্ট্রে শো করে এসেছি। ক’দিন আর আবার বিদেশ সফর আছে। বিদেশ সফর ছাড়াও দেশের বিভিন্ন স্থানে টানা শো চলছে। শো’র ব্যস্ততা কমলে নতুন কিছু নিয়ে ভাববো। তবে ভক্তদের জন্য আনন্দের খবর হলো- কিছুদিন আগে নতুন একটি গান তৈরি করেছি। সেটি শিগগরিই অডিও-ভিডিও আকারে প্রকাশ করব। এর বাইরে আমার ইউটিউব চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠান ডাবল বেইজ থেকে তরুণ শিল্পীদের নিয়ে ধারাবাহিক ভাবে যেসব আয়োজন করে যাচ্ছিলাম, সেটাও চলছে।
- বিষয় :
- শাফিন আহমেদ
- মাইলস
- সংগীতশিল্পী