ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রবাসী শিল্পপতির প্রেমে মজেছেন কৃতি!

প্রবাসী শিল্পপতির প্রেমে মজেছেন কৃতি!

কৃতি শ্যানন

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১২:৩৯

সময়টা ভালো যাচ্ছে কৃতি শ্যাননের। একের পর এক সফল সিনেমা। অন্যদিকে নিজের প্রসাধনী ব্র্যান্ডের কাজ। নতুন বাড়িও কিনেছেন সম্প্রতি। এর মাঝেই গুঞ্জন উঠেছে লন্ডন প্রবাসী শিল্পপতি কবীর বহিরার সঙ্গে প্রেমের।

কদিন আগে ছিল এই অভিনেত্রীর জন্মদিন। সেই উপলক্ষে ছুটি কাটাতে গ্রিসে পাড়ি দিয়েছেন কৃতি। আর সেখানেই কবীরের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

ছবিতে দেখা যায়, একটি পার্টিতে বেশ সুসময় কাটাচ্ছেন তারা। সেই ছবি কবীর বহিয়া ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এর আগেও কবীরের সঙ্গে কৃতিকে দেখা গিয়েছিল। নতুন বছরের শুরুতে দুবাইতে একসঙ্গে পার্টিও করেন তারা। এই পার্টির ছবি প্রকাশ্যে আসতেই জল্পনার সূত্রপাত। 

এছাড়া প্রায়ই সময় পেলে আজকাল লন্ডনে ছুটি কাটাতে পৌঁছে যান কৃতি। এতেই জল্পনা বেড়েছে, লন্ডন নিবাসী কবীরকেই মন দিয়েছেন তিনি। যদিও এই গুঞ্জন নিয়ে কখনোই মুখ খোলেননি অভিনেত্রী।

আরও পড়ুন

×