ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক কন্যা জাহ্নবী!

প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক কন্যা জাহ্নবী!

জাহ্নবী কাপুর

মীর সামী

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ১৩:৪৪ | আপডেট: ০১ আগস্ট ২০২৪ | ১৪:১৪

কিংবদন্তি তারকা শ্রীদেবীর কন্যা তিনি। মা যেমন অভিনয়ে সাফল্যের চূড়া ছুঁয়েছিলেন, জাহ্নবীও ধীর পায়ে এগোচ্ছেন সে দিকে। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে তাঁর। এরপর জাহ্নবীকে দেখা গেছে ‘গুঞ্জন সাক্সেনা’, ‘রুহি’, ‘গুডলাক জেরি’, ‘মিলি’ ও ‘বাওয়াল’-এর মতো প্রশংসিত সিনেমায়। বক্স অফিসে সিনেমাগুলো আহামরি ব্যবসা না করলেও জাহ্নবী তাঁর প্রতিভা মেলে ধরতে মোটেও ভুল করেননি। তাই হিন্দির সীমানা পেরিয়ে জয় করেছেন দক্ষিণের সিনেমা। নাম লিখিয়েছেন তেলুগু ও তামিল সিনেমায়।

কন্যার এমন পদচারণা নিয়ে বাবা বনি কাপুর বলেন, ‘আমার স্ত্রী [শ্রীদেবী] বিভিন্ন ভাষায় কাজ করেছে। আশা করি আমার মেয়েও সেই ধারা অব্যাহত রাখবে।’ বলা যায় ওটিটি থেকে ৭০ মিলিমিটারের পর্দায় শুধুই যেন জাহ্নবীম্যাজিক। আগামীকাল মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর নতুন সিনেমা। নাম উলাঝ। এটিই চলতি বছরে জাহ্নবী অভিনীত দ্বিতীয় সিনেমা। এর আগে গেল ৩১ মে মুক্তি পায় তাঁর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

বিশ্বাসঘাতকতার মূল্য দিতে হয় প্রাণ দিয়ে, না হয় প্রাণ নিয়ে। ঠিক এমন সংলাপের মাধ্যমেই শুরু হয় জাহ্নবীর নতুন সিনেমা উলাঝের ট্রেলার। যেখানে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এক কন্যার চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী। এতে আরও অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, রোশন ম্যাথু, আদিল হোসেন, রাজেশ তাইলাং, মোয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্ত, জিতেন্দ্র যোশি প্রমুখ। জংলি পিকচার্সের ব্যানারে নির্মিত ছবিটি আগামীকাল মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা সুধাংশু সারিয়া।

এর আগে তিনি নির্মাণ করেছেন ‘রাজি’, ‘বাধাই দো’ এবং ‘তালভার’-এর মতো সিনেমা। চিত্রনাট্য লিখেছেন সুধাংশু সারিয়া এবং পারভেজ শেখ। 

সিনেমার ট্রেলার শুরু হয় জাহ্নবীকে দিয়ে। সিনেমায় তাঁর অভিনীত চরিত্রের নাম সুহানা ভাটিয়া। সিনেমার গল্পে সে সেন্ট স্টিফেন কলেজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বর্তমানে ভারতের সর্বকনিষ্ঠ ডেপুটি হাইকমিশনার। তবে  সহকর্মীরা তাঁর ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর গল্প নেয় নতুন মোড়, দেখা মেলে গুলশান দেবাইয়ার। সিনেমায় তিনি একজন আন্ডারকভার এজেন্ট।

ট্রেলারে দেখা যায়, তিনি সুহানার কাছ থেকে কাগজপত্র চান, সঙ্গে সুহানাকে জিজ্ঞাসা করেন, আপনি কী করে রক্ষা পাবেন? শুরু হয় অভ্যন্তরীণ লড়াই। দুই সরকারি আন্ডারকভার এজেন্টের জীবন ছত্রভঙ্গ হয়ে যায়। এর মাঝেই ২৪ ঘণ্টার জন্য উধাও হয়ে যায় সুহানা। তৈরি হয় নতুন ফাঁদ। কিন্তু সুহানা লড়াই না করে ময়দান ছাড়ার মেয়ে নয়। অ্যাকশন, সাসপেন্স আর জোরালো সংলাপ, সুন্দরী জাহ্নবী কাপুর ছেয়ে গেলেন উলঝ ট্রেলারে। ২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারে এই জাহ্নবীকে চেনা মুশকিল। সামাজিক যোগাযোগমাধ্যমে জাহ্নবীর ‘লুক’ দেখে মুগ্ধ নেটিজেনরাও। 

বলিউডে অভিষেকের এই ৬ বছরে জাহ্নবী প্রতিটি পদক্ষেপে নিজেকে ভাঙছেন-গড়ছেন। ‘মিলি’ থেকে ‘গুঞ্জন সাক্সেনা’–অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন বারবার। এবার তাঁকে দেখা যাবে একজন কূটনীতিকের চরিত্রে। সিনেমার ট্রেলার প্রকাশ করে ইনস্টাগ্রামে জাহ্নবী লিখেছেন, ‘প্রত্যেকের একটা গল্প আছে। প্রত্যেক গল্পের একটা গোপনীয়তা আছে। প্রত্যেক গোপনীয়তার পেছনে একটা জাল রয়েছে। এর সমাধান এত সহজ নয়।’ ট্রেলারে জাহ্নবী, গুলশান এবং রোশানের টুকরো ঝলক দেখেই আন্দাজ করা যায়, ছবির কতটা ভালো হতে চলেছে। প্রতিটি চরিত্রের একটা করে ধূসর শেড রয়েছে। ট্রেলারের পরতে পরতে রয়েছে সাসপেন্স ও অপ্রত্যাশিত চমক। ‘উলঝ’-এর ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে ছবিটিকে ঘিরে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। বলা যায়, সিনেমাটি মুক্তির পর অন্যরকম জার্নির সাক্ষী থাকবেন দর্শকরা।

নতুন এই সিনেমা প্রসঙ্গে জাহ্নবী বলেন, ‘এ ছবিতে সুহানার জীবনে যা যা দেখানো হয়েছে তার সঙ্গে আমার নিজের জীবনের মিল রয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে ভালোবাসতে শেখা। জীবনকে নিজের গতিতে চলতে দেওয়া উচিত। অবশ্য়ই নিজের ওপর বিশ্বাস রাখা উচিত। বলতে পারেন, এ ছবিতে কাজ করা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। সুধাংশু সরিয়ার সঙ্গে কাজ করে আমি নিজেকে অনেক সমৃদ্ধ করতে পেরেছি। তিনি আমাকে আমার সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ দিয়ে গেছেন।’

‘উলঝ’ ছবির অভিনয়শিল্পীদের প্রশংসা করে পরিচালক বলেছেন, ‘জাহ্নবী, গুলশান, রোশনের মতো অভিনেতাদের নির্দেশনা দেওয়া এক দারুণ অভিজ্ঞতা বটে। তারা প্রত্যেকে নিজেদের চরিত্রের গভীরে গিয়ে অভিনয় করেছেন। ছবির গল্পকে তারা আরও উচ্চস্তরে পৌঁছে দিয়েছেন। আমার মনে হয়, জাহ্নবী তাঁর ক্যারিয়ারের সেরা কাজটি এ ছবিতে করেছেন।’

জানা গেছে, সিনেমার দৃশ্যধারণ হয়েছে পুরোনো দিল্লি, লালকেল্লা, কুতুব মিনার, অন্যান্য স্মৃতিস্তম্ভ, লাজপত নগর বাজারসহ আরও অনেক জায়গায়। 

গত কয়েক বছরে জাহ্নবী অভিনীত সিনেমা বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি। এ ছবি দর্শক-সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে মনে করেন অভিনেত্রী। সিনেমার ব্যবসা করুক বা না করুক ব্যক্তিজীবনেই দারুণ সময় পার করছেন। শিখর পাহাড়িয়াকেই যে তিনি ভালোবাসেন, তা কিন্তু ঢাকঢোল পিটিয়েই বলে বেড়াচ্ছেন জাহ্নবী। তাই তো বয়ফ্রেন্ডের তোলা ছবি দিয়েই ইনস্টাগ্রাম ভরিয়ে তুললেন জাহ্নবী।

ছবি শেয়ার করে জাহ্নবী লিখলেন, ‘এটাই আমার সেরা উইকএন্ড। এই মধুর স্মৃতিটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয়।’ সম্প্রতি শিখরের সঙ্গে সম্পর্ক নিয়ে জাহ্নবী বলেন, ‘আমি আমার প্রেমিকের ফোনে নিয়মিত নজর রাখি। কার সঙ্গে কথা বলছে, কী করছে, সব। জানি এগুলো করা ঠিক নয়, তবু আমি করি।’ 

আরও পড়ুন

×