ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্লিজ আপনারা লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না, আহ্বান সাদিয়া আয়মানের

প্লিজ আপনারা লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না, আহ্বান সাদিয়া আয়মানের

সাদিয়া আয়মান। ছবি: সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৩:৫৯ | আপডেট: ০৬ আগস্ট ২০২৪ | ১৪:৪৬

শিক্ষার্থীদের এক দফা আদায় ও অসহযোগ আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে উল্লাস করছে সাধারণ মানুষ ও দেশের শোবিজ অঙ্গনের একাংশ।

গতকাল সোমবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে লুটপাট-অগ্নিসংযোগ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো তরুণ প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান।

এক ফেসবুক পোস্টে সাদিয়া আয়মান লিখেছেন, ‘প্লিজ আপনারা এরকম লুটপাট আর ধ্বংসযজ্ঞ চালাবেন না। আমরা এরকম বিজয় চাইনি, এরকম বিজয়ের জন্য এতদিন কেউ প্রাণ দেয়নি । আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদেরই দায়িত্ব।’

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুকে সরব ছিলেন সাদিয়া আয়মান। আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা না জানিয়ে বিটিভি ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যাওয়া অভিনয়শিল্পীদের সমালোচনা করে ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, ‘শেম অন ইউ গাইজ’।

আরও পড়ুন

×