ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

হাসিনার পতনের পর কবীর সুমনের স্বৈরাচারবিরোধী গান

হাসিনার পতনের পর কবীর সুমনের স্বৈরাচারবিরোধী গান

কবীর সুমন

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৩:০৫ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৩:৫২

৫ আগস্ট পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাড়েন দেশও। এমন খবরে যখন আনন্দে ভাসছিলো দেশ, তখনই ওপাড়ে বসে কলকাতার বর্ষীয়ান শিল্পী কবীর সুমন বাঁধলেন একটা গান।

মুক্তির এই আলো/ বাংলাদেশ জ্বালালো/ এ-লড়াই মুক্তির গান- এমন কথায় গানটি লিখে, সুর করে আর মিউজিক বসানোর সময় পাননি। দ্রুতই মুঠোফোনের ক্যামেরা অন করে গেয়ে নিলেন সুমন। সোশ্যাল হ্যান্ডেলে সেটি শেয়ারও করলেন দ্রুত। গানটি প্রকাশের আগেই সুমন বললেন, ‘সুপ্রভাত নববাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।’

শুভেচ্ছা জানিয়ে আর গান গেয়েই থামেননি কবীর সুমন। গত দুদিন ধরে তিনি প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের পক্ষে হয়ে পোস্ট শেয়ার করছেন সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে স্থান পাচ্ছে বাংলাদেশের হিন্দু মহাজোট নেতার বক্তব্য থেকে শুরু করে বদলে যাওয়া ঢাকার ট্রাফিক সিস্টেমের ভিডিও।  

বলা দরকার, কবীর সুমন শেখ হাসিনার আমলে যতবারই ঢাকায় গাইতে এসেছেন, রহস্যজনকভাবে ততোবারই পড়েছেন ভেন্যু নিয়ে অনিশ্চয়তায়। অথচ হাসিনা সরকারের অনেক এমপি-মন্ত্রীই কবীর সুমনের বন্ধু ও ভক্ত ছিলেন। ফলে হাসিনা-সুমনের রাজনৈতিক বিভেদ বিষয়ে খুব বেশি স্পষ্ট নয়।

আরও পড়ুন

×