জাস্টিন বিবার ও হেইলি বাবা-মা হলেন

জাস্টিন বিবার ও হেইলি। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪ | ১২:২১ | আপডেট: ২৪ আগস্ট ২০২৪ | ১২:৩৮
খুশির হাওয়া জাস্টিন বিবার পরিবারে। দুই থেকে তিন হলেন জাস্টিন-হেইলি বিবার। শুক্রবার তারা এক পুত্রসন্তানের মা-বাবা হন। এ দিনই তারকা দম্পতি ভাগ করে নিয়েছেন নবজাতকের ছবি। ছোট্ট, লালচে পা তোয়ালে থেকে উঁকি দিচ্ছে। তাকে ছুঁয়ে হেইলির আঙুল। এই ছবি দিয়ে তারকা দম্পতি ছেলের নামও প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে নবজাতকের ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিলেন এই তারকা দম্পতি। পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তাঁরা। লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার।
বাবা হচ্ছেন জাস্টিন বিবারবাবা হচ্ছেন জাস্টিন বিবার মুহূর্তেই বিবারের এই পোস্ট ভাইরাল। মন্তব্যঘরে অভিনন্দন-শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।
প্রসঙ্গত, গত মে মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন হেইলি বিবার। সেই সময় জাস্টিন ও তাঁর স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তাঁরা কীভাবে কাটাচ্ছেন—সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।
এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮ সালে তিনি ও বিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বাঁধন এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবনটা থাকবেন হাতে হাত ধরে। আর সবটাই হবে সন্তানকে ঘিরে। সূত্র: হলিউড রিপোর্টার
- বিষয় :
- জাস্টিন বিবার
- তারকা দম্পতি
- সংগীতশিল্পী