বলিউডে দশ বছর, খারাপ সময় নিয়ে মুখ খুললেন কৃতি

কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৩:৫৫
দশ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন কৃতি শ্যানন। এ বছর তার অভিনীত দু’টি ছবিই সফল। বহিরাগত তকমা নিয়ে বলিউডে এসেছিলেন তিনি। তারপর নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু শুরুর দিকের সফর নাকি তার মোটেই সহজ ছিল না। বহিরাগত তকমার জন্য মানসিকভাবেও বিধ্বস্ত বোধ করতেন কৃতি।
সম্প্রতি কৃতি জানান, ‘আমার এমন কেউ ছিল না, যে একটা ফোন করবে। এই ধরনের মুহূর্তই বেশি কাটাতে হয়েছে। বিধ্বস্ত লাগত আমার। আজ আমি যেখানে, সেখানে পৌঁছতে আমার এক দশক লেগে গিয়েছে। এখন নিজেকে প্রমাণ করার তেমন বাধ্যবাধকতা নেই।’
দশ বছর অভিনয় জগতে কাটানোর পরে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী কৃতি। তার কথায়, ‘বক্স অফিসে সফল হোক বা সমালোচক মহলে, অভিনেতা হিসাবে আমি সফল। আমার একটাই লক্ষ্য ছিল, ভাল অভিনেত্রী হয়ে ওঠা। এই ক্ষুধাটা আমার মধ্যে ছিল। শুধুই তারকার খ্যাতি পেতে চাইনি। ভাল অভিনয় করলে এবং পুরস্কার পেলে কিছুটা তো আত্মবিশ্বাস বাড়েই। এখন আর নিজেকে প্রমাণ করতে হবে না। শুধু নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এ বার।
২০২৪-এ কৃতির দু’টি ছবি মুক্তি পেয়েছে ‘ক্রু’, ‘তেরি বাতো মে অ্যায়সে উলঝা জিয়া’। দু’টি ছবিতেই কৃতির অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া ‘দো পত্তি’ ছবিতে দেখা যাবে তাকে। এটি কৃতির প্রযোজিত প্রথম ছবি। ছবিতে কাজলও অভিনয় করেছেন।
- বিষয় :
- কৃতি শ্যানন