খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় আসামি, জায়েদ বললেন এটা মিথ্যা মামলা

জায়েদ খান। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪ | ১৩:৩৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪ | ১৪:১৭
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আমি নাকি ২০১৫ সালে হামলা করে তাকে হত্যা চেষ্টা করেছি। সেই মামলায় আমাকে আসামি করা হয়েছে। পুরোপুরি মিথ্যা তথ্য। মিথ্যা মামলা। যার কোনা ভিত্তিই নাই। আমি দেশের একজন শিল্পী। বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। যে কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না।’
২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে তাকে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে এ মামলা করেন। সেই মামলাটি পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানির জন্যই করা হয়েছে বলে উল্লেখ করে উপরের কথাগুলো সমকালকে বলেন জায়েদ খান।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত করা হয় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে। দেশ সংস্কারে লক্ষে তার নেতৃত্বেই গঠিত হয়েছে নতুন অন্তবর্তকালীন সরকার। দেশ সংস্কারের এই সময়ে এমন ভিত্তিহীন মামলার মুখে পড়তে হবে সেটি কাম্য নয় বলেই মন্তব্য জায়েদ খানের।
তার ভাষ্য, আমার মত ও বিশ্বাস ভিন্ন হতেই। কিন্তু আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নই। কোনো দুর্নীতি ও কারও ক্ষতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করে গিয়েছি। ছাত্র-জনতার আন্দোলনের প্রায় মাস খানেক আগে থেকেই আমি অস্ট্রেলিয়ায়, কানাডা ও সর্বশেষ আমেরিকার শো নিয়ে ব্যস্ত ছিলাম। শো করে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ। আমি সেটাই করেছি। এখন আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। দেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান এখন ড. ইউনুস সাহেব। উনি ছাত্রদের নিয়ে দেশের সংস্কার কাজ করছে। আমার বিশ্বাস এসব ভিত্তিহীন মামলার বিষয় নিয়েও উনি দেখবেন।
মামলা নিয়ে জায়েদ সমকালের কাছে বলেন, দেশের শোবিজ অঙ্গনের শিল্পীরা এখন আতঙ্কিত। যেভাবে পারছে তাদের নিয়ে যা তা বলছে। আমার নামে তো রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মামলা করেনি। কে করেছে তাকে আমি বা আমরা কেউ চিনি না। এমন অপরিচিত একজন মিথ্যা এক অভিযোগ নিয়ে মামলা করে দেবে আর অমনি তা সত্য হয়ে যাবে এটা আশা করি না।
গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ড, মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তি বিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা তা থেকে বের হয়ে আসার কথা জানান।
প্রধান উপদেষ্টার এ কথা তুলে ধরে জায়েদ খান বলেন, আশা করি শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এ কথাটি সবাই ভালোভাবেই বিবেচনায় নিবেন। এমন হয়রানিমূলক মিথ্যামামলা বন্ধ হবে।
- বিষয় :
- জায়েদ খান
- হত্যা মামলা
- খালেদা জিয়া