ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করলেন রাফসান

জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করলেন রাফসান

ইফতেখার রাফসান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ১৮:৫৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ১৯:১৩

জরিমানার ১৬ লাখ টাকা পরিশোধ করেছেন অনুমোদনহীন পানীয় ‘ব্ল’র বাজারজাতকারী ফুডব্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’। বুধবার সন্ধ্যায় সমকালকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-২ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান গণমাধ্যমকে জরিমানার আদায়ের বিষয়টি জানান।

তিনি বলেন, সারাদেশে সরবরাহ করা কোমল পানীয় ‘ব্লু’ এর সব মালামাল আগামী ৭ দিনের মধ্যে তুলে নেওয়া এবং এ ধরনের ব্যবসা আর করবেন না বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকার করেছেন রাফসান।

অনুমোদন ছাড়া ‘ব্লু’ নামের ইলেকট্রোলাইট ড্রিংক বাজারজাত করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালত গত ৫ জুন অনলাইন কনটেন্ট ক্রিয়েটক ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ইফতেখার রাফসান ও তার  আইনজীবী অ্যাডভোকেট রাকিব জানান, ‘বিষয়টি বেশকিছুদিন হল চলমান ছিল। ১৬ লাক্ষ টাকা জরিমানার বিষয়টি আমরা আজই জেনেছি। পরে তা পুরোপুরি পরিশোধ করা হয়ছে।’

দেশে অনলাইনের জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের একজন ‘রাফসান দ্য ছোট ভাই’। খাবার নিয়ে প্রচারিত তার ভিডিও বেশ প্রচার পায়। তার অনুসারীর সংখ্যা অনেক। কিছুদিন আগে তার নিজের আয় থেকে বাবা-মাকে একটি দামি গাড়ি উপহার দিলে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা হয়।

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে কুমিল্লায় ড্রিংক ব্লু বেভারেজের কারখানায় অভিযান চালিয়ে বিএসটিআই এর ৩০ হাজার টাকা জরিমানা করার খবর ভাইরাল হয়। গত এপ্রিলে ওই জরিমানা করা হলেও এ খবর মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

×