ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই: টয়া

আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই: টয়া

মুমতাহিনা টয়া। ছবি: সংগৃহীত

এমদাদুল হক মিল্টন

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪ | ১৬:২২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৪ | ১৬:২৮

সাম্প্রতিক সময়ে টিভি নাটকের কাজ কমিয়ে ওটিটি ও সিনেমায় নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন মুমতাহিনা চৌধুরী টয়া। এ কারণে পর্দায় তাঁকে কম পাওয়া যাচ্ছে। স্ক্রিনে তাঁকে বেশি না পাওয়া গেলেও তাঁর প্রতিবাদী কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে। বাকস্বাধীনতা ইস্যুতে প্রায়ই কথা বলছেন এ অভিনেত্রী। এভাবে এখনও চটেনি কোনো তারকা, যতটা প্রকাশ্য হয়েছেন টয়া।

অধিকারও রয়েছে বটে, কারণ তিনিও ছিলেন নিজের মতো করে ছাত্র-জনতার পাশে আন্দোলনের দিনগুলোতে। তার চেয়ে বড় বিষয়, অন্তর্বর্তী সরকার তথা সমন্বয়কদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি কথা বলছেন সামাজিক মাধ্যমে। গত ১৬ আগস্ট স্পষ্ট ভাষায় টয়া বলেছেন, ‘বাকস্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না।’

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক অনেক আগে থেকেই ছিলাম। আমি অত বড় কেউ না, তাই অত বেশি কাভারেজ পাইনাই।’

টয়ার প্রতিক্রিয়ায় স্পষ্ট, ‘যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।’ তার অর্থ তিনি খারাপ কিছু দেখলে সমালোচনাও করে যাবেন নিয়মিত, তাতে তিনি পিছপা হবেন না। তিনি মনে করেন, বাকস্বাধীনতার জন্যই তো এই আন্দোলন ও বিজয়। 

টয়াকে সর্বশেষ দেখা যায় মাছরাঙা টেলিভিশনের ‘এমন যদি হতো’ ধারাবাহিকে। দীর্ঘদিন কোনো শুটিংয়েও নেই তিনি। কী করছেন টয়া? এমন প্রশ্নে তাঁর উত্তর? ‘অনেক দিন ধরে কাজ করার পর একটু অবসর নিতে হয়, নিজেকে বোঝার জন্য। এই সময়টা এখন চলছে আমার। একদম বসে নেই আমি। টুকটাক কাজ করছি ডিজিটাল মার্কেটিংয়ের কাজে নিজেকে ব্যস্ত রেখেছি। বিভিন্ন পণ্যের প্রচারণার কাজ চলছে পুরোদমে। গৎবাঁধা কাজ থেকে নিজেকে সরিয়ে রাখব বলে টিভি নাটক সেভাবে আর করছি না। তবে ওটিটির ব্যস্ততা রয়েছে। শিগগিরই নতুন কাজের খবর নিয়ে ফিরতে পারব বলে আশা করছি।’

‘বেঙ্গলি বিউটি’র পর নতুন সিনেমায় টয়াকে দেখা যায়নি। সিনেমার কাজ বুঝেশুনেই করতে চান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে টয়া বলেন, ‘সিনেমায় অভিনয় নিয়ে আলাদা পরিকল্পনা করিনি কখনও। তাই বলে যে সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই তা কিন্তু নয়। ছোট পর্দায় আমি এরই মধ্যে এক দশকেরও বেশি সময় কাজ করে ফেলেছি। তাই এ মাধ্যমে যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আমি সহজভাবে নিতে পারি। কিন্তু বড় পর্দায় পথচলা মাত্র শুরু করলাম। বড় পর্দার দর্শক আলাদা। কাজের ধরন আলাদা থাকে। যতই দিন যাবে ততই চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখব। আমার কাছে মনে হয় সিনেমায় এখন যদি ছোট চরিত্রেও অভিনয় করি, তা তৃপ্তি নিয়ে করতে চাই।’

নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার ইছা পোষণ করেন টয়া। এ কারণে দুই বছর আগে অভিনয়ের জন্য মুম্বাই থেকে ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ কোর্সও সেরেছেন তিনি। অভিনয়ের ওই কোর্স আপনাকে কাজের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী করেছে? ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ ছিল মাত্র ৩০ দিনের কোর্স। এটি সত্যি যে, এই কোর্স আমাকে অভিনয়ের ভালো-মন্দ নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। বুঝতে শিখেছি, দশটা ভালো কাজের পরও একটা কাজ খারাপ হলে কেন তা নিয়ে সমালোচনার মধ্যে পড়তে হয়। সেজন্য সংখ্যার চেয়ে তাই কাজের মান গুরুত্বপূর্ণ’ বললেন টয়া। 
 

আরও পড়ুন

×