শাহরুখ খান ব্যক্তি হিসেবে কেমন, জানালেন কৃতি শ্যানন

ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪ | ১৩:৩৩ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪ | ১৪:০২
বলিউড বাদশাহ শাহরুখ খান ব্যক্তি হিসেবে কেমন, তিনি কী খুব রাগী নাকি শান্ত স্বভাবের? এ প্রশ্ন অনেকের। সহকর্মীদের সঙ্গে এই অভিনেতার আচরণ কেমন– তা নিয়েও অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এবার অনুরাগীদের সেই কৌতূহল মেটাতেই শাহরুখের অজানা অবয়ব তুলে ধরেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি নিখিল কামাথের পডকাস্ট শো-এ হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সঙ্গে ছিলেন র্যা পার বাদশা এবং ক্রিকেটার কেএল রাহুল। সেখানেই আড্ডার ফাঁকে কৃতি জানান, শাহরুখ খান অন্য তারকাদের থেকে কতটা আলাদা। কৃতির কথায়, শাহরুখ খান মানুষ হিসেবে ভীষণ শান্ত স্বভাবের।
‘কিং খান’-এর ব্যক্তিত্ব যেমন আকর্ষণীয় তেমনি প্রাণশক্তিতে ভরপুর। শাহরুখের নিজস্ব একটি ছন্দ রয়েছে। সেটা ভালোভাবে জানার সুযোগ হয়েছে ‘দিলওয়ালে’ সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে কাজ করার সুবাদে। দেখেছি, কাজের ধরন যেমনই হোক, তা নিয়ে কখনও দ্বিধাদ্বন্দ্বে ভোগেন না। নানা বিষয়ে পড়াশোনা করেন বলেই হয়তো এতটা আত্মবিশ্বাসী। তারকা হিসেবে যত বড় মাপেরই হোন না কেন, সহশিল্পীদের সঙ্গে খুব সহজেই মিশে যান। তাঁর সেন্স অব হিউমারের প্রশংসা না করলেই নয়। যে কোনো সময় তিনি যে কাউকে হাসাতে পারেন। আবার প্রকাশ্যে ঠাট্টাও করতে পারেন অবলীলায়। হয়তো খুব গম্ভীর কোনো আলোচনা চলছে, স্বাভাবিকভাবে সবাই গম্ভীর হয়ে বসে আছে– এমন একটি মুহূর্তে শাহরুখ এমন কিছু বলে ফেলতে পারেন, যা শুনে মেজাজ হালকা হয়ে যেতে বাধ্য! এমনকি তিনি নিজেও ঠাট্টার পাত্র হলে তা নিয়ে এতটুকু অপমানবোধ করেন না। পুরো বিষয়টি হাসির ছলেই উড়িয়ে দেন। শাহরুখের ব্যক্তিত্বটাই এমন।’
সিনেমার পাশাপাশি বেশ কিছুদিন ধরে প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় রয়েছেন কৃতি। শোনা যাচ্ছে, কবির বাহিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বাধা পড়েছেন তিনি। বিয়ে নিয়েও ভাবছেন। কিন্তু গুঞ্জন ভিত্তিহীন বলে দাবি করার পাশাপাশি বিরক্তিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তাঁর কথায়, ‘আমরা শিল্পীরা যখনই কারও বিপরীতে কাজ করি, কিংবা কোনো অনুষ্ঠানে কোনো তারকার সঙ্গে হেসে কথা বলি, তখনই তা নিয়ে নানা কথা রটে। শুরু হয় প্রেমের গুঞ্জন। জানি, আলোচনায় রাখা, সিনেমার প্রচার, তারকাদের নিয়ে দর্শকের কৌতূহল বাড়িয়ে দেওয়ার এমন বেশ কিছু কারণে গসিপ ছড়ানো হয়। তাই এ নিয়ে খুব ভাবার কিছু নেই। কিন্তু কর্মক্ষেত্রের বাইরে, অন্য কারও সঙ্গে সাক্ষাৎ বা কথা বলা নিয়েও যে প্রেমের গুঞ্জন ছাড়াতে পারে এটা সত্যি ভাবিনি। তাই কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কের খবর রটানো নিয়ে আমি ও আমার পরিবারের সদস্যরা রীতিমতো বিব্রত। বিষয়টি আমাদের জন্য বিরক্তি আর অপমানের।’ অনেকটা ক্ষোভ নিয়েই ভারতীয় সংবাদমাধ্যমে এ কথাগুলো বলেছেন কৃতি।
এদিকে, ব্যক্তিজীবনের প্রসঙ্গকে পাশ কাটিয়ে কৃতি চেষ্টা করে যাচ্ছে অভিনয় ক্যারিয়ারে মনোযোগ দিতে। শিগগিরই এই অভিনেত্রীকে দেখা যাবে শশাঙ্ক চতুর্বেদি পরিচালিত নেটফ্লিক্সের ‘দো পাত্তি’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী হিসেবে আছেন কাজল, শাহীর শেখ, বিজেন্দ্র কালা, তানভি আজমী প্রমুখ।
- বিষয় :
- কৃতি শ্যানন
- শাহরুখ খান
- বলিউড