ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যে ছবির শুটিংয়ে নিজেকে অন্য গ্রহের প্রাণীর মত লেগেছে অ্যাঞ্জেলিনা জোলির

যে ছবির শুটিংয়ে নিজেকে অন্য গ্রহের প্রাণীর মত লেগেছে অ্যাঞ্জেলিনা জোলির

ছবি: সংগৃহীত

মীর সামী

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৮ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০১

তিন বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হলেন হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মারিয়া’ নামে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ভেনিস উৎসবের প্রাণকেন্দ্র পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে থিয়েটারে ‘মারিয়া’ দেখে উপস্থিত দর্শকরা টানা ৮ মিনিট করতালি দিয়েছে। 

দর্শক প্রতিক্রিয়া দেখে জোলির চোখে ভেসে ওঠে আনন্দ-অশ্রু। এমনটাই তো হওয়ার কথা! কারণ কিংবদন্তি অপেরা গায়িকা মারিয়া কালাস চরিত্রের জন্য ৭ মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি। কীভাবে অপেরা গাইতে হয় সেসব শিখতে এত দীর্ঘ সময় লেগেছে তার। জোলি বলেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং চরিত্র। শুটিংয়ের সময় নিজেকে অন্য গ্রহের মতো লেগেছে, কারণ এবারই প্রথম আমাকে অভিনয়ের সময় গাইতে হয়েছে। ভেবেছিলাম অন্য অভিনয়শিল্পীদের মতোই আমিও গান গাইতে পারব, নয়তো গাওয়ার ভঙ্গি করব অথবা গুনগুন করব। কিন্তু পরে হাড়ে হাড়ে টের পেয়েছি আমাকে সত্যিই গান শিখতে হবে, কারণ অপেরা গাওয়ার ব্যাপার নকল করা যায় না। তাইতো দীর্ঘ সাত মাস আমি অপেরা গাওয়া শিখি।’

আমেরিকান বংশোদ্ভূত গ্রিক অপেরা গায়িকা মারিয়া কালাসের সংগীত জীবনের উত্থান-পতন তুলে ধরা হয়েছে ‘মারিয়া’ সিনেমায়। তার দুর্দান্ত কণ্ঠস্বরে মন্ত্রমুগ্ধ ছিল সারাবিশ্বের শ্রোতারা। এত বড় মাপের তারকা হওয়া সত্ত্বেও জীবন সায়াহ্ণে একাকী নির্জনে কেটেছে তাঁর। ১৯৭৭ সালে মারা যান তিনি। তখন তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। ‘মারিয়া’ পরিচালনা করেছেন চিলির নির্মাতা পাবলো লারাইন। মিলানের বিখ্যাত লা স্কালা অপেরা হাউসে এর শুটিং হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন ভ্যালেরিয়া গোলিনো, কোডি স্মিট-ম্যাকফি, হালুক বিলগিনার, পিয়েরফ্রান্সেস্কো ফাভিনো, আলবা রোহরওয়াচার, ক্রিশ্চিয়ানা অ্যালোনেফটিস প্রমুখ। চলতি বছরের শেষ প্রান্তে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘মারিয়া’।

আরও পড়ুন

×