ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফোবানা সম্মেলন মাতালেন মৌ-কাজী মুস্তা

ফোবানা সম্মেলন মাতালেন মৌ-কাজী মুস্তা

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪ | ২০:০৩ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:২৮

বাংলাদেশের তরুণ নৃত্যশিল্পী কাজী মুস্তার সাফল্যের ঝুলিতে যুক্ত হল নতুন পালক। দীর্ঘদিন সুনামের সঙ্গে নাচ করে আসা এই নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার এবার পারফর্ম করলেন যুক্তরাষ্ট্রের সম্মানজনক ফোবানা সম্মেলনে।

এবার ৩৮তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গত ৩০ আগস্ট প্রখ্যাত মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, লায়লা হাসান, রণবীর সাহা ও কাজী মুস্তার নাচের মাধ্যমে এই আয়োজনের উদ্বোধন হয়। ‘চেতনায় বাংলাদেশ’ নামের এই গীতি নৃত্য আলেখ্যটি -এর কোরিওগ্রাফি করেছেন রোজেমরী মিতু রেবারিও। সার্বিক তত্বাবধানে ছিলেন সঙ্গীতশিল্পী স্বপ্নিল সজীব।
   
গত ১ সেপ্টেম্বর ফোবানার সমাপনী পরিবেশনাও ছিলো কাজী মুস্তার। আধ ঘণ্টার বেশি সময়ের সেই পরিবেশনা বাংলাদেশের লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়। বাউল নাচ, রবীন্দ্র-নজরুল, ক্ষূদ্র নৃগোষ্ঠীর নাচ, ধান কাটা, নৌকা বাওয়া- কিছুই বাদ পড়েনি সেই পরিবেশনায়। রণবীর সাহার কোরিওগ্রাফিতে মুস্তার সহশিল্পী ছিলেন অপর্ণা মিত্র ও রণবীর। সার্বিক তত্বাবধানে ছিলেন তাসকিম বিনতে সিদ্দিক। 

কাজী মুস্তা বলেন, ‘ছোটবেলা থেকেই বাংলাদেশের স্বনামধণ্য নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতনের কাছে নাচ শিখেছি। উচ্চতর পড়াশুনার জন্য যুক্তরাষ্ট্রে এসেছিলাম, পরবর্তীতে পেশাগত কারণে নিউইয়র্কেই বসবাস করছি। তবে হাজার ব্যস্ততার মাঝেও নাচকে ভুলে যাইনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে নৃত্য পরিবেশনের জন্য ডাক পেয়ে ছুটে যাই প্রতিনিয়ত।’

তিনি আরও বলেন, ‘ফোবানার মতো বড় আয়োজনে উদ্বোধনী ও সমাপনী নৃত্য পরিবেশন করা এক অনন্য অভিজ্ঞতা। দর্শক দারুণ উপভোগ করেছেন আমাদের নাচ। সাদিয়া ইসলাম মৌয়ের মতো তারকার সঙ্গে আগেও নাচ করেছি যুক্তরাষ্ট্রে। তবে তার সঙ্গে কাজ করে প্রতিবারই নতুন কিছু শিখতে পারি। আজ (৬ সেপ্টেম্বর) আমার জন্মদিন, সবার কাছে জন্য দোয়া চাই যেন ভবিষ্যতে আরও বড় মঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে পারি সম্মানের সাথে।’

উল্লেখ্য, এ বছরেই যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত মহানায়িকা ‘সুচিত্রা সেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এন্ড অ্যাওয়ার্ডস’-এর কোরিওগ্রাফি এবং পারফর্ম করেছেন কাজী মুস্তা।

সাদিয়া ইসলাম মৌ, কাজী মুস্তা ছাড়াও এবার ফোবানা সম্মেলনে অংশ নিয়েছেন আঁখি আলমগীর, মুজা, জেফারসহ বেশকিছু জনপ্রিয় তারকা।

আরও পড়ুন

×