ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যৌন হেনস্তার অভিযোগ, সংগঠন থেকে অরিন্দম শীলকে বহিস্কার

যৌন হেনস্তার অভিযোগ, সংগঠন থেকে অরিন্দম শীলকে বহিস্কার

অরিন্দম শীল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:৪৪ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:১২

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে বহিস্কার হলেন পরিচালক অরিন্দম শীল। অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বহিস্কার আদেশ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমকে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুদেষ্ণা রায় বলেন, কয়েকদিন ধরেই ধরেই এই আলোচনা চলছিল এবং অবশেষে আমরা পর্যাপ্ত প্রমাণ পেয়েছি। কারণ গুজবের ওপরে ভিত্তি করে তো কোনও সিদ্ধান্ত নিতে পারব না। যেহেতু আমরা প্রমাণ পেয়েছি তাই সর্বসম্মতিক্রমে আমরা তার সদস্যপদ সাসপেন্ড করেছি যতদিন না পর্যন্ত এই সমস্যা মিটে যায়। অর্থাৎ নির্দোষ প্রমাণিত হওয়া পর্যন্ত।

তিনি আরও বলেন, এই মুহূর্তে তাকে আমরা বহিস্কার করেছি এবং তার কোনও কাজের জন্য আমরা দায়ী নই। তিনি নিজেকে অপরাধ থেকে মুক্ত না করা পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে, কারণ আমরা যৌন হেনস্তার অভিযোগ খুব গুরুত্ব সহকারে গ্রহণ করি।’

এই বিষয়ে অরিন্দম শীল বলেন, ‘ডিরেক্টর্স গিল্ড আমার গিল্ড, যার ওপর আমার প্রভূত আস্থা ছিল। আজ আমি অবাক হয়ে যাচ্ছি, আমার গিল্ড আমার সঙ্গে একবারও কথা বলেনি, ওখান থেকে কেউ কিছু জানতে চায়নি। তারা একটা আমার সই করা মহিলা কমিশনকে দেয়া চিঠি পেয়েছে যার ভিত্তিতে আমাকে কোনও রকম প্রশ্ন না করে, আমার থেকে ক্লারিফিকেশন না চেয়ে এটা ইস্যু করেন। এবং এই মেইল সর্বত্র পাঠিয়ে দেওয়া হয়।

পরিচালকের মন্তব্য, ফাঁসির আসামিকেও তো নিজের সপক্ষে যুক্তি দেওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু তার ক্ষেত্রে এমনটা হয়নি।

আরও পড়ুন

×