‘যৌন হয়রানির’ অভিযোগে বরখাস্ত হওয়ার পর ক্ষমা চাইলেন নির্মাতা অরিন্দম শীল

পরিচািলক অনিন্দম শীল। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১২:১৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ | ১৪:৪৩
‘যৌন হয়রানির’ অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে বরখাস্ত করা হয়েছে কলকাতার চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা অরিন্দম শীলকে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আনন্দবাজার।
গণমাধ্যমটিকে সুব্রত সেন বলেন, “নারীদের জন্য ‘সুরক্ষা বন্ধু’ কমিটি গঠনের পরই আমরা জানিয়েছিলাম, পরিচালকদের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ অভিযোগ এলে আমরা পদক্ষেপ নেব।"
কয়েকদিন আগে কলকাতার এক অভিনেত্রী পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে ‘অশালীন আচরণের’ অভিযোগ করেন মহিলা কমিশনের কাছে।
সুব্রত বলেন, “মহিলা কমিশনের কাছ থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয়টি নিয়ে সবাই আলোচনায় বসি। সবার সম্মতিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এখন পরবর্তী তদন্তকাজ শুরুর পর ‘নির্দোষ প্রশংসাপত্র’ না পাওয়া পর্যন্ত কোনো ধরনের নির্দেশনার কাজে অরিন্দম হাত দিতে পারবেন না বলে জানিয়েছেন সুব্রত।
অভিযোগের বিষয়ে অরিন্দম বলেন, “আমাকে বলা হয়ছে, শট বোঝাতে গিয়ে আমি অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করেছি। কিন্তু সে সময় চিত্রগ্রাহক থেকে শুরু করে সেটের ইউনিটের বাকি সবাই সেখানে উপস্থিত ছিলেন। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ও ছিলেন।”
এরই মধ্যে ‘মহিলা কমিশনে’ গিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জানিয়ে অরিন্দম বলেছেন, “আমার অনিচ্ছাকৃত কোনো আচরণের জন্য অভিনেত্রী যদি অপমানিত হয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার সহকারী পরিচালক ও ফটোগ্রাফার এবং সুরিন্দর ফিল্মসের সদস্যরা সাক্ষী হিসেবে আছেন। কিন্ত ডিরেক্টর্স গিল্ড আমার সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নিয়েছে।”
এদিকে অরিন্দম শীলকে কটাক্ষ করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম, বোধ হয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক।”
- বিষয় :
- যৌন হয়রানি
- অরিন্দম শীল