ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘রামায়ণ’-এ রণবীরের সঙ্গী হচ্ছেন অমিতাভ!

‘রামায়ণ’-এ রণবীরের সঙ্গী হচ্ছেন অমিতাভ!

অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:৩৩

কাঁধ পর্যন্ত লম্বা চুল। কপালে রাজতিলক। খালি গায়ে মেরুণ-সোনালি পাড়ের উত্তরীয়। আর তার সঙ্গে মানানসই ধুতি। ‘রামায়ণ’-এর সেটে এভাবে রামচন্দ্র হয়ে উঠেছিলেন রণবীর কাপুর। তার পাশে সীতা হিসেবে সাই পল্লবীর মুখে ছিল স্মিত হাসি। শুটিংয়ের সেই ছবিতে সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তাতেই ছবি নিয়ে দর্শকদের উৎসাহ বেড়ে যায়।

রণবীর কাপুরের ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উৎসাহের শেষ নেই। এবার জানা গেলে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন বিগ বি অমিতাভ বচ্চন। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রামায়ণ’ ছবিতে রণবীরকে দ্বৈত ভূমিকায় দেখা যেতে পারে। শুধু রামচন্দ্র নয় নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ রণবীর কাপুরকে পরশুরামের চরিত্রেও দেখা যাবে। আর সেই লুক রামের থেকে একেবারেই আলাদা হবে।

রামের চরিত্রে অভিনয় করার জন্য মাছ-মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন রণবীর। তার মধ্যেই চলছে কড়া শরীরচর্চা। চরিত্রে নিজেকে মানিয়ে নিতে তিরন্দাজিও শিখেছেন।

আরও পড়ুন

×