ভাঙা হাত নিয়েই প্রতিবাদে নামলেন মিঠুন

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৩:১০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:১৭
পশ্চিমবঙ্গের আন্দোলন দেখে কদিন আগেই টালিউডের নন্দিত অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারাচ্ছি।’ এরপর মত বদলে নিয়েছিলেন তিনি। আরজি কর ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনে সবার উপস্থিতি দেখে গর্ববোধ করে তিনি বলেছিলেন, এই বাংলাটাকেই আমি দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ হচ্ছে।
কথার মধ্যেই থেকে থাকেন নি তিনি। মাঠে নেমেও প্রতিবাদ জানিয়েছেন। এবং সেটা এখনও চলমান। বুধবার বিকাল ৪টার দিকে নাগাদ হেদুয়ায় স্বামীজির পৈতৃক বাসস্থান থেকে মিছিল শুরু হয়। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তির পাদদেশে পৌঁছে শেষ হচ্ছে তাদের কর্মসূচি। এই মিছিলে মিঠুন চক্রবর্তীকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতিকুমার সরকার। তার ডাকেই এদিন বিকেলে বিবেক জাগরণ যাত্রায় অভয়ার ন্যায়বিচার চেয়ে পা মেলালেন মহাগুরু।
দিন কয়েক আগেই অসুস্থ শরীরে, ভাঙা হাত নিয়ে কলকাতায় এসেছেন তিনি ‘শাস্ত্রী’ ছবির প্রচারের জন্য। পেশার প্রতি কর্তব্যের পাশাপাশি প্রতিবাদেও শামিল হলেন মিঠুন।
তবে সিনেমার প্রচারে যাতে রাজনৈতিক রং না লাগে, সেই জন্য তখন আর জি কর নিয়ে প্রতিক্রিয়া দিতে আপত্তি জানিয়ে বলেন, ‘এখন বললে বলবে বিজেপির লোক বলছে। তাই কিছু বলব না।’
- বিষয় :
- মিঠুন চক্রবর্তী
- টালিউড
- প্রতিবাদ