নির্মাতা অরিন্দমের বিরুদ্ধে যৌন হয়রানির নতুন অভিযোগ!

অরিন্দম শীল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৫৫ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ২০:১২
মালায়লাম ইন্ডাস্ট্রিতে যৌন হয়রানির বিষয়ে হেমা কমিটির রিপোর্ট প্রকাশের পর তুমুল সমালোচনা সৃষ্টি হয়। ভেঙে দেওয়া হয় শিল্পীদের সংগঠনের কমিটি। এরপর উঠে আসে টালিউড ইন্ডাস্ট্রির যৌন হয়রানির বেশ কিছু অভিযোগ। দিন কয়েক আগেই নির্মাতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ নিয়ে মহিলা কমিশনের দারস্থ হয়েছিলেন নবীন এক অভিনেত্রী। তার রেশ কাটতে না কাটতেই ফের মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন আরও এক টালিউড অভিনেত্রী।
২০১৭ সালের ঘটনা নিয়ে বছর তিনেক বাদে ২০২০ সালে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন অভিনেত্রী। অরিন্দম শীলের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগ এনেছিলেন তিনি। তবে এবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনে লিখিত অভিযোগ করলেন সেই অভিনেত্রী। শুধু অভিযোগ নয়, প্রয়োজন পড়লে পুলিশের কাছে যেতেও প্রস্তুত তিনি।
তিনি জানিয়েছেন, পরিচালকের অফিসে স্ক্রিপ্ট রিডিং সেশনের জন্য গিয়েছিলেন তিনি। তখনই আচমকাই তাঁকে জাপটে ধরনে অরিন্দম। তখনই অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী। কারণ, সেখানে স্নেহের পরশের বদলে ছিল লালসা। এরপর চিত্রনাট্য পড়ার সময়ে অভিনেত্রীর চুলে হাত বোলান। এরপরই শরীরের বিভিন্ন স্থানে ক্রমাগত হাত দিতে থাকেন পরিচালক।
অভিনেত্রী আরও জানিয়েছেন, এই ঘটনা যখন ঘটে ২০১৭ সালে তখন তার ডিভোর্স মামলা চলছিল। সন্তান ছোট। একা হাতেই বড় করতে হচ্ছিল। তাই তখন মুখ খোলার সাহস পাননি। তবে মাকে জানিয়েছিলেন। এই কথাগুলো বলার জন্য কে বিশ্বাসভাজন? সেটাও বুঝতে পারিনি তখন। পরে আমার কাজ ক্ষতিগ্রস্ত হয়। এরপর ২০২০ সালে যখন বিষয়টা নিয়ে মুখ খুলি, তখন পরিচালক আমাকে পাল্টা বলেন, আমি নাকি বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছি। এবার যখন দেখলাম আরও একজন অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তখন আমার মনে হল- আমারও এবার প্রতিবাদ করা উচিত।
অভিনেত্রীর অভিযোগ প্রসঙ্গে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানান, আইনি বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চাইছেন। প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হতে হবে।
এই অভিযোগের ভিত্তিতে অরিন্দম শীল বলছেন, ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে আমার দেখাও হয়েছে। আমার স্ত্রীর সঙ্গেও ওর কথা হয়েছে। ওই অভিনেত্রীর পাঠানো সমস্ত ম্যাসেজ আমার কাছে আছে। আমার বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেগুলো সত্যি নয়।
- বিষয় :
- অরিন্দম শীল
- টালিউড