ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

একই দিনে দুই প্রজ্ঞাপনে নিজের নাম, যা বললেন নওশাবা

একই দিনে দুই প্রজ্ঞাপনে নিজের নাম, যা বললেন নওশাবা

কাজী নওশাবা আহমেদ

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৪৭

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করছেন বেশিরভাগ মানুষই। কারণ, তিনি বিগত সরকারের আমলে তুমুল নিগ্রহের শিকার হয়েছেন তিনি। গ্রেপ্তার-রিমান্ডসহ খেটেছেন জেল। সয়েছেন নির্যাতন। হারিয়েছেন কাজ। এমনকি ঠকেছেন শিল্পমাধ্যম থেকেও।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সর বোর্ডে সদস্য করা হয়েছে তাকে। অভিজ্ঞ অন্য সদস্যদের সঙ্গে দায়িত্বটা সঠিকভাবে পালন করে যাওয়ার প্রত্যয় এই অভিনেত্রীর।

নওশাবা সমকালকে বলেন, “কখনোই ভাবিনি একই দিনে এতো বড় দুটো দায়িত্ব কাঁধে চেপে যাবে। মা-বাবাসহ আমার সবার দোয়া মনে হয় সত্যি হয়েছে। তবে আমি কোনো দলেরও লোক নই। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে সবাইকে সঙ্গে নিয়ে ঠিকঠাক কাজটা করে যেতে চাই।”

দায়িত্ব পাওয়া চেয়ে সেটা সঠিকভাবে পালন করাটাই বড় কঠিন। এক্ষেত্রে নিজের উপর বাড়তি চাপও আছে বলে জানালেন তিনি। নওশাবার কথায়, ‘একসঙ্গে দুটো দায়িত্ব অবশ্যই বাড়তি চাপের বিষয়। সবচেয়ে বড় কথা হল- এই দুইটা বিষয় যে বড় সেটা মাথায় ঢুকাতে চাই না, শুধু দায়িত্বটা মাথায় ঢুকাতে চাচ্ছি। এছাড়া আমি আগে থেকেই এগুলোর সঙ্গে কিছুটা সম্পৃক্ত। এখন সবার পরামর্শ নিয়ে কল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সেন্সর বোর্ডে কাজ করে যেতে চাই। যাতে সবার কল্যাণ হয়। আর যারা আমার সঙ্গে রয়েছেন তারা আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। এই সময়টা যত বেশি আমরা একসঙ্গে হয়ে কাজ করবো ততটা সফলতা পাবো।’

দায়িত্ব পালন করতে গিয়ে অভিনয়ের উপর প্রভাব পড়বে না বলেও জানালেন নওশাবা। তার ভাষ্য, ‘অভিনয়ের কারণেই আমি আজ এই পর্যন্ত এসেছি। ওই জায়গা থেকে আমি কখনোই সরে যেতে পারবো না। আমি আগে থেকেই কম কাজ করতাম। সংখ্যার চেয়ে মানের দিকে বেশি নজর দিয়েছি। চেষ্টা করবো দায়িত্ব ও অভিনয় দুটো ভারসাম্য রেখে করার।’

আরও পড়ুন

×