শাওকীর ‘গুলমোহর’-এ না থাকার কারণ জানালেন টোটা

সৈয়দ আহমেদ শাওকী ও টোটা রায়চৌধুরীর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ১৪:১৪ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ১৪:২২
‘তাকদীর’ ও ‘কারাগার’ সিরিজ দিয়ে দুই বাংলাতেই জনপ্রিয়তা কুড়িয়েছেন বাংলাদেশি নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এবার তিনি ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নতুন সিরিজ ‘গুলমোহর’ নির্মাণ করতে যাচ্ছেন। আর এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।
তবে এর আগে এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছিল সেখানকার ‘ফেলুদা’খ্যাত অভিনেতা টোটা রায়চৌধুরীর কাছে। কিন্তু ঢাকায় কাজ করতে এলে তাঁকে যে শর্ত মানতে হবে, তাতে তিনি রাজি হননি। অবশেষে শাশ্বতই হলেন শাওকীর ভরসা।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে টোটা জানান, সিরিজের চিত্রনাট্য ও চরিত্র দুই-ই তাঁর পছন্দ ছিল। অপেক্ষা ছিল শুধু চুক্তিপত্রে সইয়ের। কিন্তু তাঁর আগেই অভিনেতা জানতে পারেন, এই চরিত্র বাবদ পাওয়া পারিশ্রমিকের ৩০ শতাংশ তাঁকে বাংলাদেশ সরকারকে কর দিতে হবে। আর এ বিষয়েই তাঁর আপত্তি ছিল।
টোটা জানান, একমাত্র ‘ফেলুদা’ চরিত্রের জন্যই তিনি নিজের পারিশ্রমিক কমাতে পারেন। অন্যকোনো চরিত্রের জন্য নয়। এ-ও জানালেন যে, নতুন চরিত্রের জন্য প্রাপ্ত টাকার ৩০ শতাংশ যদি কর হিসেবে দিয়ে দিতে হয়, তবে তা ফেলুদা থেকেও কম হয়ে যাবে। এই আপস তিনি করতে পারবেন না।
যদিও প্রযোজনা সংস্থা চরকির পক্ষ থেকে নাকি বলা হয়েছিল, ৩০ শতাংশ বাড়তি অর্থ তাঁদের পক্ষ থেকে অভিনেতাকে দেওয়া হবে। তারপর সেই টাকা কেটে নেওয়া হবে। তবে টোটা চেয়েছিলেন ফেলুদা চরিত্রে অভিনয়ের জন্য তিনি যে পারিশ্রমিক পান, তার থেকে অন্তত এক টাকা হলেও তাঁকে বেশি দিতে হবে। যদি ৩০ শতাংশ কেটে রাখা হয়, তাহলে সেটা কম হয়ে যাচ্ছে। আর এ কারণেই নাকি ওয়েব সিরিজটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন টোটা। এরপরই শাশ্বতকে বেছে নেওয়া হয়।
তবে পরিচালক শাওকীর সঙ্গে কাজ না করতে পারার আফসোস রয়েছে টোটার। পাশাপাশি শাশ্বতকে এই চরিত্রে অভিনয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টোটার বিশ্বাস, শাশ্বতর চেয়ে ভালো এই চরিত্র আর কেউ করতে পারবে না।
প্রসঙ্গত, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয়ের প্রস্তাব প্রথমে শাশ্বতকে দেওয়া হয়েছিল। তবে নাচের দৃশ্যের কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এরপর সেই চরিত্রটি যায় টোটার কাছে। এবার ঘটল তারই বিপরীত ঘটনা!
- বিষয় :
- শাশ্বত চট্টোপাধ্যায়
- ওয়েব সিরিজ