বিশ্বাস কোনও ধর্মের উপর নির্ভর করে না: নুসরাত

নুসরাত জাহান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ১৫:৪৪ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ১৫:৪৬
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় প্রত্যেকবার আলোচনায় থাকেন অভিনেত্রী নুসরাত জাহান। কারণ, মুসলিম পরিবার জন্ম হলেও ধর্মাবলম্বীদের প্রায় সব উৎসবে তিনি থাকেন। এটার জন্য তাকে নিয়ে ট্রলও কম হয় না। তবে সেগুলোকে তোয়াক্কা না করে নিজের গতিতেই চলেন এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ভারতীয় গণমাধ্যমকে নুসরাত বলেন, ‘পূজায় সাধারণত আমি আর যশ (প্রেমিক) কলকাতায় থাকার চেষ্টা করি। কারণ, কাজের বাইরে আমাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই। তাছাড়া, আমাদের অনেক বন্ধু বছরের এই চারটা দিনই শহরে আসেন। তাঁদের সঙ্গেও দেখা করার সুযোগ পাই। একসঙ্গে আড্ডা দেওয়া খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে খুব ভাল সময় কাটে।’
নুসরাতের কথায়, ‘প্রত্যেক বছর অষ্টমীর দুপুরে আমি ভোগ খেতে খুব ভালবাসি। একশো বার হয়তো তার জন্য আমাকে কটাক্ষের শিকার হতে হয়েছে! কিন্তু তার পরেও অষ্টমীর দিন অঞ্জলি দেই। আগামী দিনেও অঞ্জলি দেব। কারণ, বিশ্বাস কোনও ধর্মের উপর নির্ভর করে না। কোনও ভাষার উপরেও নির্ভর করে না। বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। ট্রোলিংকে আমি পাত্তা দিই না। কারণ, প্রত্যেকের তার নিজের মতো জীবন যাপনের স্বাধীনতা রয়েছে। কেউ অন্যের জীবনযাপনের শর্ত নির্ধারণ করে দিতে পারে না। আমি সমাজমাধ্যমে দেখেছি, মহিলাদের একটু বেশিই ট্রোল করা হয়। চারটা লাইন লিখে পালিয়ে যাচ্ছে। তাদের চিনিও না, জানিও না। তাই পাত্তাও দেই না।’
সব শেষে নুসরাত বলেন, ‘এ বারের পূজা নিয়ে নানা মন্তব্য কানে আসছে। আমার মতে, পূজা অন্য রকম হয় না। প্রত্যেকবারের মত এবারও সামনে দাঁড়াব। সকলের জন্য মঙ্গলকামনা করব। আমার শহরটা কঠিন সময়ের সঙ্গে লড়ছে। সেখানে যেন শান্তি পৌঁছে।’
- বিষয় :
- নুসরাত জাহান