ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

একই জুটির ভিন্ন ধরনের তিন গল্প

একই জুটির ভিন্ন ধরনের তিন গল্প

তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪ | ১৬:২৮ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ | ১৬:৪০

এ বছর ‘চাঁদের হাট’, ‘রূপকথা’, ‘সুন্দরী’, ‘গুড ফর নাথিং’, ‘দুষ্টু প্রেম’, ‘ইচ্ছাপূরণ’, ‘সামার ব্রেক’, ‘পালিয়ে বিয়ে’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তৌসিফ-কেয়া জুটি। দর্শক প্রত্যাশা পূরণে এবার একই জুটির ভিন্ন তিন গল্প পর্দায় তুলে ধরছেন নির্মাতারা। এরই মধ্যে ইউটিউবে দর্শকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল অভিনীত ‘ম্যাজিক মোমেন্ট’ নাটকটি। প্রেম ও আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মিত এ নাটকটির চিত্রনাট্য লেখার পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা।

 বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, এজাজুল ইসলাম, মনিরা মিঠু, তানজিম অনিক, মাহমুদুল ইসলাম মিঠু, জিএম মাসুদ প্রমুখ। নাটকটি প্রকাশিত হয়েছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। এদিকে রোমান্টিক গল্পের বাঁকবদলের উদাহরণ তুলে ধরতে এ জুটিকে নিয়ে ‘দ্বিধা’ নামের নতুন একটি নাটক নির্মাণ করেছেন পরিচালক মহিদুল মহিম। শিগগিরই এ নাটকটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন এ নাট্যকার ও নির্মাতা।

 অন্যদিকে চলতি মাসের ৩১ তারিখ বিন্দু ভিশন প্রকাশ করবে ‘ভালোবেসে কাছে এসে’ নাটকটি। সাজ্জাদ হোসেন বাপ্পির গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। এতে তৌসিফ-কেয়া জুটির পাশাপাশি অভিনয় করেছেন শাহরুখ ফারদিন সুব্রত, অদিতি জামান, সাবেরী আলম, সমু চৌধুরী, মনিরা মিঠু, গীতশ্রী প্রমুখ।

 স্বল্প সময়ের ব্যবধানে তিনটি নাটক প্রকাশ নিয়ে অভিনেতা তৌসিফ ও কেয়া পায়েলের ভাষ্য, প্রতিটি নাটকের গল্পই যখন ভিন্ন, তখন তা কাছাকাছি সময়ে প্রকাশ পেলে ভাবার কিছু নেই। কোনো জুটি যখন দর্শক মনে ছাপ ফেলে, তখন তাদের কাছে দর্শকের প্রত্যাশাও বেড়ে যায়। অপেক্ষায় থাকেন নতুন আয়োজনের। আমাদের ক্ষেত্রেও সেটিই হয়েছে। এ বছর কেয়া পায়েলের সঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছি এবং দর্শক সাড়াও পেয়েছি ভালো। নির্মাতারা সেটি জেনে আমাদের নিয়ে নতুন নতুন সব গল্প দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা করেছেন। সে পরিকল্পনায় নাটকগুলো পরপর রিলিজ দেওয়া হচ্ছে।
 

আরও পড়ুন

×