ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের: তারিক আনাম

নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের: তারিক আনাম

তারিক আনাম খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ১৬:৩৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ | ১৬:৫২

গত শনিবার রাজধানীতে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একদল ব্যক্তির বিক্ষোভের মুখে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ করতে বাধ্য হন একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এ ঘটনায় ক্ষোব্ধ হয়েছেন অনেকেই। অভিনেতা তারিক আনাম খানও বিষয়টি ভালোভাবে নেননি। যত যাই হোক নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয় বলেই মন্তব্য তার। 

তারিক আনাম খান বলেন, একটি দলের কেউ যদি কোনো দোষ করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।  তাই বলে নাটক প্রদর্শনী বন্ধ করা ঠিক নয়; এটি কষ্টের। দলীয় কিংবা আইগতভাবে হোক, দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। সামগ্রিকভাবে দলকে নিষিদ্ধ করা সঠিক হবে না। দল তো কোনো দোষ করেনি। নাট্যদলের অনেক লোক তো আন্দোলনের পক্ষেও কাজ করেছেন।

নাট্যদলের দায়িত্বশীলদের একটু সংযত আচরণ করা উচিত বলেও মনে করছেন এই অভিনেতা। তার ভাষ্য, শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদ একজন নীতিবান মানুষ। তিনি চেষ্টা করেছেন যাতে নাটকের শোটি হয়। শেষ পর্যন্ত তিনি লড়াই করেছিলেন। দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন। শিল্পকলার মতো প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে এর থেকে বেশি করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। নাট্যদলের দায়িত্বশীলদের একটু সংযত আচরণ করা উচিত। 
 

আরও পড়ুন

×