সরকারি চাকরি নিতে গিয়ে ৩৫ লাখ টাকা খোয়ালেন দিশা পাটানির বাবা

দিশা পাটানি ও তার বাবা জগদীশ পাটানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১৬:৩০
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ পাটানি সম্প্রতি ৩৫ লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, একটি প্রতারণামূলক চক্র তাকে সরকারের একটি কমিশনে উচ্চপদস্থ কর্মকর্তার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। এর আগে পেশায় তিনি ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি অবসরপ্রাপ্ত) ছিলেন।
ভারতী গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের একটি থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন—শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গার্গ, আচার্য জয়প্রকাশ (যুনা আখড়ার), প্রীতী গার্গ এবং একজন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক হুমকি এবং চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।
জগদীশ পাটানি অভিযোগ, শিবেন্দ্র প্রতাপ সিং নামে এক পরিচিত ব্যক্তি তাকে দিবাকর গার্গ এবং আচার্য জয়প্রকাশের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অভিযুক্তরা দাবি করেন তাদের রাজনৈতিক যোগসূত্র রয়েছে এবং তাকে সরকারের একটি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অথবা অন্য কোনো মর্যাদাপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।
পাটানির বিশ্বাস অর্জনের পর তারা ২৫ লাখ রুপি আদায় করে যার মধ্যে ৫ লাখ রুপি নগদ এবং ২০ লাখ রুপি তিনটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফারের মাধ্যমে নেওয়া হয়। তিন মাস পরেও কোনো পদক্ষেপ না নেওয়া হলে, অভিযুক্তরা প্রথমে প্রতিশ্রুতি দেয় যে তারা টাকা সুদসহ ফিরিয়ে দেবেন। কিন্তু যখন পাটানি টাকা ফেরত চাইলে, তাকে হুমকি দেওয়া হয় এবং আক্রমণাত্মক আচরণ করা হয়
পাটানি বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে পুলিশে এফআইআর নথিভুক্ত করেন। অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তাদের গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- দিশা পাটানি