শিল্পীর কাজ যেন এক দিনের জন্যও বন্ধ না হয়: আগুন

কণ্ঠশিল্পী আগুন। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪ | ১৬:৩৬
বেশ বিরতির পর বাংলাদেশ টেলিভিশনে [বিটিভি] শুরু হয়েছে সংগীতানুষ্ঠান ‘আগুন ঝরা সন্ধ্যা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী আগুন। এ ছাড়া নতুন গান রেকর্ডিং নিয়েও ব্যস্ত আছেন তিনি। অনুষ্ঠান ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে–
বিরতির পর উপস্থাপনায় এলেন। কেমন লাগছে?
বেশ ভালো। আমি তো গানের মানুষ। আর ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটি সংগীতাঙ্গনের মানুষ নিয়ে করছি। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম ও ফেরদৌস ওয়াহিদ। আরও অনেক গুণী শিল্পীর সঙ্গে বসার সুযোগ সৃষ্টি হবে। সবার সঙ্গে প্রাণবন্ত আড্ডা হচ্ছে। সব মিলিয়ে উপস্থাপনা বেশ উপভোগ করছি।
১৫ বছর পর আবার এই অনুষ্ঠানের উপস্থাপকের চেয়ারে বসেছেন। কেন ছিল এ বিরতি?
কী কারণে বিরতি নিতে হয়েছে আমি নিজেও জানি না। হয়তো অদৃশ্য কোনো শক্তির কারণেই অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ করা হয়েছে। কিছুদিন আগে সরকার পরিবর্তন হওয়ার পর একদিন বিটিভি থেকে আমাকে কল করে জানতে চাওয়া হলো আমি অনুষ্ঠানটি আবার করতে ইচ্ছুক কিনা। বললাম, এটি তো আমিই উপস্থাপনা করতাম। পরে অনুষ্ঠানটি করতে রাজি হয়েছি। মনে আছে, শুরু হওয়ার কয়েক বছর পরই অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে এ বিষয়ে আমি কারও কাছে কিছু জানতে চাইনি। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে আমাকে আবারও ‘আগুন ঝরা সন্ধ্যা’ অনুষ্ঠানটির উপস্থাপনা ও সংগীত পরিচালনার সুযোগ দেওয়ার জন্য।
কয়েক যুগ ধরে শিল্পীদের কাজ বন্ধ করে দেওয়ার অপসংস্কৃতি চলে আসছে। এটিকে কীভাবে দেখছেন?
কাজ বন্ধ করে দেওয়ার অপসংস্কৃতি সব সময়ই ছিল। তবে এটা বন্ধ হওয়া উচিত। একজন শিল্পীর কাজের ক্ষেত্র বাধাগ্রস্ত হলে দেশের সংস্কৃতি ধ্বংস হয়। এটি কখনই কাম্য নয়। সংস্কৃতির বিকাশ হয় শিল্পীর কাজের মাধ্যমে। শিল্পীর কাজ যেন এক দিনের জন্যও বন্ধ না হয়, এটিই আমার চাওয়া। শিল্পীরা একটি পরিবার। এখানে কোনো বিভাজন হতে পারে না।
সম্প্রতি প্রকাশ হয়েছে আপনার নতুন গান ‘মায়াবী’। গানটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
গানটি প্রকাশ হয়েছে বেশিদিন হয়নি। এর মধ্যে যারা গানটি শুনেছেন, তাদের অনেকে ভালো লাগার কথা জানিয়েছেন। আরও কিছুদিন যাক, তারপর বোঝা যাবে গান নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া কেমন। ডুয়েট গানটিতে আমার সহশিল্পী রূপসী।
অভিনয়ের কী অবস্থা?
গান ও উপস্থাপনা নিয়ে এখন ব্যস্ত থাকতে চাই। এ কারণে অভিনয় নিয়ে খুব একটা ভাবছি না। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই আমাকে অভিনয়ে দেখা যাবে।
পেশাগত কাজের বাইরে ভিন্ন কিছু করার পরিকল্পনার কথা বলেছিলেন?
মানিকগঞ্জের সিংগাইরে একই মৎস্য খামার ও ডেইরি ফার্মের পরিকল্পনা করেছিলাম। এটি বেশিদূর এগোয়নি। আপাতত এসব নিয়ে ভাবছি না। আগামীতে ফুড নিয়ে নতুন কিছু করার ইচ্ছা রয়েছে। দেখা যাক কী হয়।
- বিষয় :
- আগুন
- কণ্ঠশিল্পী ও সুরকার