ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রকাশ্যে এল আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’, যা বললেন স্ত্রী চন্দনা

প্রকাশ্যে এল আইয়ুব বাচ্চুর ‘ইনবক্স’, যা বললেন স্ত্রী চন্দনা

আইয়ুব বাচ্চু। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৭ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১৯:১৬

লম্বা বিরতির পর ফের মুক্তি পেলো রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান। নাম ‘ইনবক্স’। ব্যান্ড সংগীত দিবস (১ ডিসেম্বর) উপলক্ষে প্রকাশ পেল গানটি অন্তর্জালে প্রকাশের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে পড়েছে চারপাশে। ইউটিউব, আইটিউনস, স্পটিফাইসহ বেশকিছু প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে এটি।

এ মুগ্ধতা যতটা না গানটির মান ও মানে ঘিরে, ততধিক প্রিয় শিল্পীকে ফিরে পাওয়ার তরে। কারণ হঠাৎ প্রস্থানের (১৮ অক্টোবর, ২০১৮) ছয় বছর পর নতুন গান প্রকাশ হলো এই গিটার কিংবদন্তির। ভক্তরা যেন প্রিয় শিল্পীর পুনর্জন্মের স্বাদ উপভোগ করছেন ‘ইনবক্স’ শুনতে পেয়ে। তাই নয়, সোশ্যাল হ্যান্ডেলের এই সময়ে গানটি যেন অনেক বেশি প্রাসঙ্গিক। যাতে তুলে ধরা হয়েছে চিঠি লেখা ভুলে চলমান ইনবক্স কালচারের কথা।

আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর সামনে চলে আসেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনিই যেন গিটার লিজেন্ডের ফেলে রাখা অগোছালো গান ও শব্দহীন গিটারগুলো সামলে নেন নিজ গরজে। গড়ে তোলেন আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। মূলত এই ফাউন্ডেশনের উদ্যোগেই প্রকাশ হলো ‘ইনবক্স’।

চন্দনা বলেন, ‘বাচ্চু যে কবে ‘ইনবক্স’ গানটি তৈরি করলো, জানতাম না। ও চলে যাওয়ার পর সেটি আবিষ্কার করলাম আমরা। গানের কথাগুলো এত সুন্দর এবং বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক। সে কারণেই এই গানটি দিয়ে আমাদের প্রকাশনা শুরু করলাম। সামনে বাকি গানগুলোও প্রকাশের উদ্যোগ নিয়েছি।’

এর আগে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা জানিয়েছিলন, আইয়ুব বাচ্চুর ভক্ত-অনুরাগীরা অপ্রকাশিত গানগুলোর কথা শোনার পর থেকেই শুধু জানাতে চাইছেন, সেই গানগুলো কবে প্রকাশ পাবে। তাদের এ প্রত্যাশা অনুমান করা যায় আইয়ুব বাচ্চুর প্রতি তাদের ভালোবাসা কতখানি। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, অপ্রকাশিত গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অমর এই শিল্পীর সমস্ত সৃষ্টি আর্কাইভ করে রাখার। এ বিষয়ে এলআরবির আবদুল্লাহ মাসুদ, গীতিকার নিয়াজ আহমেদ অংশু, শিল্পী জুয়েল মোর্শেদ ও শুভ সবরকম সহযোগিতার পাশাপাশি নিরলস কাজ করে যাচ্ছেন।’


এদিকে আইয়ুব বাচ্চুর মৃত্যুর ৬ বছর পরেও তাকে নিয়ে শ্রোতাদের উন্মাদনার শেষ নেই। ইউটিউবে এরই মধ্যে কয়েক হাজার মানুষ দেখে ফেলেছে গানটি। কমেন্ট বক্স ভরে গেছে প্রিয় গায়কের প্রতি ভালোবাসায়।

আরও পড়ুন

×