একটা কারণে কারও সম্পর্ক ভেঙে যায় না: পিয়া

পরমব্রত চট্টোপাধ্যায়, পিয়া চক্রবর্তী ও অনুপম রায়। (কোলাজ: সমকাল)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৪:২৬ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৪:৩৬
গেল বছরের শেষের দিকে টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া চক্রবর্তী। তারপর কত না কটাক্ষের শিকার হতে হয় তাকে। কারণ, পেশায় সমাজকর্মী পিয়ার এটা ছিল দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি গাঁটছড়া বাঁধেন সংগীতশিল্পী অনুপম রায়ের সঙ্গে। ২০২১ সালে গায়কের সঙ্গে ৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২৩ সালে অভিনেতা পরমব্রতকে বিয়ে করেন তিনি।
দ্বিতীয় বিয়ের পর আশ্চর্যজনকভাবে ট্রোল করা শুরু হয় পিয়াকে। এখানেই শেষ নয়, নানা রকম কথাও গুঞ্জন উঠতে থাকে তাকে নিয়ে। তবে বরাবরই, সে সব বিষয়ে নিজেকে চুপ রাখাই শ্রেয় মনে করেছিলেন পরমঘরণী। শুধু একটা বিষয় ছাড়া।
হঠাৎ করেই গুঞ্জন ওঠে, পিয়া নাকি ২ সন্তানের মা। আর সেই সন্তানদের অবহেলা করছেন তিনি পরমব্রতকে বিয়ে করার পর। তা নিয়ে ফেসবুকে পিয়া বলেছিলেন, ‘বাধ্য হয়ে জনস্বার্থে প্রচার করছি। পিয়া চক্রবর্তীর, মানে আমার কোনো সন্তান নেই। দুটিও নয়, একটিও নয়। দয়া করে ভুল সংবাদের দ্বারা মুরগি হবেন না। জনতার মঙ্গল হোক।’
সম্প্রতি পিয়া তাকে নিয়ে হওয়া ট্রোল নিয়ে ফের মুখ খুললেন। স্ট্রেট আপ উইথ শ্রী-তে তাকে বলতে শোনা গেল, ‘আমার জীবনে যখন এমন একটা ঘটনা ঘটল, যার পর আমি ট্রোলড হলাম। বাধ্য হয়ে আমাকে একবারই নিজেকে সোশ্যাল মিডিয়ায় ক্ল্যারিফাই করতে হল। কারণ বলা হলেছিল আমার দুই সন্তান’।
টিজার এই ভিডিওতে পিয়াকে আরও বলতে শোনা যায়, এটা সবাই জানে মানে, কোনো একটা কারণে কখনো কারও সম্পর্ক ভাঙে না। সূত্র: হিন্দুস্থান টাইমস।