ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শাহরুখের দুই ছেলেকে নিয়ে অভিনেত্রীর আপত্তি

শাহরুখের দুই ছেলেকে নিয়ে অভিনেত্রীর আপত্তি

যোগিতা চবন, আরিয়ান খান, শাহরুখ খান ও আব্রাম খান। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৬:৫৪ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ | ১৭:০৩

বড়দিন উপলক্ষে রূপালি পর্দায় ফিরছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সিনেমার হিন্দি ভার্সানে কন্ঠ দিয়েছেন শাহরুখ খান ও তার দুই ছেলে আরিয়ান-আব্রাম খান। সিনেমা মুক্তির আগে পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন স্থান। তিনজনের নাম বড় অক্ষরে লিখে পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতেই আপত্তি অভিনেত্রী যোগিতা চবন।

সম্প্রতি যোগিতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণের পোস্টার শেয়ার করেন। মারাঠি ভাষায় তিনি ক্ষুব্ধ হয়ে লেখেন, ‘শাহরুখ খান আমি বুঝতে পারছি কিন্তু আরিয়ান খান ও আব্রাম খানের নাম বোল্ড কেন? মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়স তালপাড়ের নাম মাঝারি অক্ষরে লেখা কতটা ভুল? অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের সবার অবদান আরিয়ান খান ও আব্রাম খানের চেয়ে বেশি।’

যোগিতার এই আপত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজনের যুক্তি ছিল, যেহেতু আরিয়ান চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মুফাসার ছেলে সিম্বাকে কণ্ঠ দিয়েছেন এবং আব্রাম শিরোনামের চরিত্রের ছোট সংস্করণে কণ্ঠ দিয়েছেন, তাই তাদের নামগুলো অন্যের চেয়ে প্রাধান্য পেয়েছে।

উল্লেখ্য, শাহরুখ খান মুফাসার আইকনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে।

মুফাসা ডিজনির ২০১৯ সালের হিট অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিনেমা দ্য লায়ন কিং-এর সিক্যুয়েল। আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে সিক্যুয়েলটি। সূত্র: সংবাদ প্রতিদিন ও নিউজ ১৮।

আরও পড়ুন

×