ইমরান-পড়শীর ‘কথা একটাই’

ইমরান মাহমুদুল ও পড়শী। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪ | ১২:১৬
রোমান্টিক গানে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও পড়শী দারুণ আলোচিত। তাই কাজের মান বজায় রাখতে প্রতিবছর একটি করে ডুয়েট গান তৈরির পরিকল্পনা করেছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই আজ প্রকাশ হচ্ছে এ তারকাজুটির নতুন গান। এটি হতে যাচ্ছে ইমরান-পড়শীর চতুর্থ দ্বৈত গান।
‘কথা একটাই’ শিরোনামে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটির সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। পুরো গান প্রকাশের আগে অংশবিশেষ নিয়ে প্রোমোশনাল ভিডিও তৈরি করেছেন তারা দু’জন। যাতে খুনসুটি আর আড্ডায় মেতে উঠতে দেখা যায় ইমরান-পড়শীকে।
ইমরানের সঙ্গে পড়শীর পরিচয় খুদে গানরাজ অনুষ্ঠানে অংশ নিয়ে। তারপর থেকেই দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে।
পড়শী বলেন, ‘ইমরান ভাইয়ের সুর ও সংগীতে অনেকদিন পর কাজ হলো। দীর্ঘদিন পর ‘কথা একটাই’ করলাম আমরা। এই গানটার রেকর্ডিং ও ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশাকরি গানটি সবার ভালো লাগবে।’
গানের মিউজিক ভিডিওতে ইমরান-পড়শী দু’জনকেই দেখা যাবে। ইমরান বলেন, ‘পড়শীর সঙ্গে যে কয়েকটা কাজে মিউজিক ভিডিও করা হয়েছে, সবগুলোই হিট হয়েছে। ও আর আমি অনস্ক্রিন খুব দারুণ।’
- বিষয় :
- ইমরান মাহমুদুল
- পড়শী