নতুন বছরে আমার কোনো প্রত্যাশা নেই: পারসা ইভানা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৮:৩১ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ২০:৫০
ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ দিয়ে ভক্তদের কাছে খ্যাতি পেয়েছেন। চলতি বছরে বেশকিছু নাটক-ওয়েব সিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। তারপরও নাকি উত্থান-পতনের মধ্যে দিয়ে বছরটি পার করেছেন এই অভিনেত্রী।
শনিবার রাতে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর পুরস্কার আসরে নিজের কাজসহ নানা বিষয়ে কথা বলেন পারসা ইভানা।
তিনি বলেন, ‘চলতি বছরের শুরু থেকে অনেক কাজ করেছি। ভালো খারাপ মিলিয়ে বছরটি পার হয়েছে। বলা যায় উত্থান-পতনের মধ্য দিয়ে পার করেছি, যা সবার ক্ষেত্রেই ঘটে। তবে নতুন বছরে ব্যক্তিগতভাবে আমি কোনো প্রত্যাশা করি না। আমি আমার মতো করেই এগিয়ে যেতে চাই।’
পারসা জানান, বর্তমানে ‘মির্জা’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এতে দৈত্য চরিত্রে দেখা যাবে তাকে। সুমন আনোয়ার পরিচালিত গোয়েন্দাভিত্তিক এ সিরিজে মোশাররফ করিমের সঙ্গে পাওয়া যাবে তাকে।
গত দুই বছরে ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছেন পারসা। এখান গল্প বেছে অভিনয় করতে চান তিনি। তার কথায়, ‘এখন অনেক ভালো ও সত্য ঘটনা অবলম্বনে গল্পে কাজ হচ্ছে। আমিও চাই এমন গল্পে অভিনয় করতে যে গল্প দর্শকের সঙ্গে বেশি সংযোগ থাকে।’
নতুন বছরের প্রথম দিনটি কীভাবে কাটে-এমন প্রশ্নে জবাবে পারসা ইভানা বললেন, ‘এই দিনটা আমার বাসার সবার সঙ্গে থাকতে অনেক বেশি পছন্দ করি। বাড়তি কোনো পরিকল্পনা থাকে না। সাধারণ একটি দিনের মতোই বছরের প্রথম দিনটি কাটে।’
- বিষয় :
- পারসা ইভানা
- ব্যাচেলর পয়েন্ট
- নাটক