৪৯ বছর আগের সিনেমার এক দৃশ্য নিয়ে শোরগোল

‘শোলে’ সিনেমার পোস্টার। ছবি: দ্য ওয়েল।
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫ | ১৭:১৪ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ | ১৭:৩১
১৯৭৫ সালে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পায় রমেশ সিপ্পি পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘শোলে’। সিনেমাটি মুক্তি পেলেও একটি দৃশ্য রয়ে যায় অগোচরে। সেন্সরের কাঁচিতে তা সিনেমা হলের পর্দা পর্যন্ত পৌঁছায়নি। দীর্ঘ ৪৯ বছর পর প্রকাশ্যে এসেছে ‘শোলে’ সিনেমার সেই বাদ যাওয়া দৃশ্য। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে তুমুল শোরগোল।
সেই সময় কর্ণাটকের রামনগরে হয় সিনেমাটির বেশিরভাগ আউটডোর শুটিং। অভিনয়ে ছিলেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সঞ্জীব কুমার, হেমা মালিনী, জয়া বচ্চন, আমজাদ খান।
সেন্সর বোর্ডের কাচিতে সিনেমার একাধিক দৃশ্য বাদ যায়। তার মধ্যে একটি দৃশ্যে রহিম চাচার ছেলে আহমেদকে নির্মমভাবে হত্যা করে গাব্বার সিং।
সাদা-কালো যে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আহমেদের চুলের মুঠি ধরে তাকে খুন করতে উদ্যত গাব্বার সিং। গাব্বারের চরিত্রে সাড়া ফেলে দিয়েছিলেন আমজাদ খান। আর আহমেদের চরিত্রটি করেছিলেন মারাঠি তারকা শচীন পিলগাওকর। তৎকালীন সেন্সর কর্তাদের মনে হয়েছিল আমজাদ ও শচীনের দৃশ্যটি অত্যন্ত হিংসাত্মক। সেই কারণেই তা সিনেমা থেকে বাদ দেওয়া হয়। হিংসার অভিযোগে এমন একাধিক দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ আগস্ট যখন ‘শোলে’ মুক্তি পেয়েছিল তখন সিনেমার দৈর্ঘ্য ছিল ১৯৮ মিনিট অর্থাৎ তিন ঘণ্টারও বেশি। ১৯৯০ সালে ২০৪ মিনিটের আনকাট সিনেমা প্রকাশ করা হয়। তবে ১৯৭৫ সালে মুত্তির পরপরই হিট হয়নি ‘শোলে’।
বড় তারকা থাকা সত্ত্বেও প্রথমের দিকে সিনেমা হলে তেমন ভিড় হয়নি। ধীরে ধীরে মানুষের প্রশংসায় ভিড় বাড়তে থাকে। ৩০ মিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি আয় করে ১৫০ মিলিয়ন রুপি। ২০১৪ সালে ‘শোলে’ থ্রিডি ফরম্যাটেও মুক্তি পেয়েছিল।
- বিষয় :
- অমিতাভ বচ্চন
- ধর্মেন্দ্র
- বলিউড