ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আল্লু অর্জুন এবার ‘জাওয়ান’ নির্মাতা অ্যাটলির নায়ক

আল্লু অর্জুন এবার ‘জাওয়ান’ নির্মাতা অ্যাটলির নায়ক

অ্যাটলি কুমার ও আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:১০ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪:১১

‘পুষ্পা ২’ সিনেমা সাফল্যের পর স্বাভাবিকভাবেই পরবর্তী ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লু অর্জুন। এরই মধ্যে গুঞ্জন, শাহরুখ খানের ‘জাওয়ান’খ্যাত নির্মাতা অ্যাটলি কুমারের পরবর্তীতে ছবিতে কাজ করবেন তিনি। তবে নতুন সিনেমা প্রসঙ্গে আল্লু অর্জুন ও অ্যাটলি কুমার এখনও মুখ খোলেননি।

কিছুদিন আগে পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের ছবিতে আল্লুর কাজের প্রস্তুতির খবর সামনে আসে। কিন্তু বিভিন্ন কারণে তা বিলম্ব হওয়ায় সময়সূচীতে কিছুটা পরিবর্তন এসেছে।

আল্লু অর্জুন দীর্ঘদিন ধরে অ্যাটলির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন। অপেক্ষা ছিল শুধু গল্প ও চিত্রনাট্যের।

হিন্দুস্থান টাইমসের খবরে হয়েছে, অ্যাটলির নতুন ছবিতে জাহ্নবী কাপুর প্রধান নারী চরিত্রে অভিনয় করতে পারেন। জাহ্নবী সম্প্রতি জুনিয়র এনটিআর- এর ‘দেবরা’ ছবিতে অভিনয় করেছেন। এই সিনেমায় অভিনয়ের কারণে তেলেগু দর্শকদের মধ্যে এখন আলাদা করে নিজের জায়গা তৈরি করেছেন। তিনি বুচি বাবু সানা পরিচালিত রাম চরণের আসন্ন ছবিতেও অভিনয় করতে চলেছেন। আর এর মধ্যেই গুঞ্জন, অভিনেত্রী এখন তাঁর পরবর্তী ছবি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করবেন।

এদিকে সালমান খানের সঙ্গেও একটি অ্যাকশন সিনেমায় কাজের বিষয়ে আলোচনা করছেন পরিচালক। ‘এ-৬’ নামে বিগ বাজেটের ছবিটিতে বলিউড সুপারস্টারের বিপরীতে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তকে দেখা যাবে বলে জানা গেছে।

আরও পড়ুন

×