ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত: ববি হক

আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত: ববি হক

ইয়ামিন হক ববি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫ | ১৭:৩২ | আপডেট: ১৩ মার্চ ২০২৫ | ১৮:৪৪

মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। এ ঘটনায় জড়িত আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের পাশাপাশি তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে। 

প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সামজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই! আমরা বাকরূদ্ধ ও বিক্ষুব্ধ! আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত!’

বিচার দাবি করে ববি বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক-খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

শেষে তিনি লিখেছেন, ‘শিশু ধর্ষকদের ১ সেকেন্ড ও বেঁচে থাকার অধিকার নাই।’

প্রসঙ্গত, প্রসঙ্গত, আট বছরের শিশুটি ৫ মার্চ মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে গভীর রাতে ধর্ষণের শিকার হয়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শনিবার (৮ মার্চ) বিকেলে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে আজ মারা যায় সে।

আরও পড়ুন

×