ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইন প্রীতি ও সংসার ভীতি নিয়ে  মিউজিক্যাল ড্রামা

অনলাইন প্রীতি ও সংসার ভীতি নিয়ে  মিউজিক্যাল ড্রামা

নাদিয়া ও নাঈম। ছবি:সংগ্রহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫ | ১৩:১২ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ | ১৩:১৯

ঈদ ইত্যাদির বিভিন্ন পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। আর ঈদ এলেতো কথাই নেই, যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। আর ইত্যাদির এই বিষয়গুলোই ইত্যাদিকে অন্যসব অনুষ্ঠান থেকে ভিন্নতা এনে দিয়েছে। 

প্রযুক্তির অগ্রযাত্রার এ সময়ে শিক্ষা, চিকিৎসা, খাবার, কেনাকাটা, বিনোদনসহ সর্বত্রই বাড়ছে অনলাইন নির্ভরতা। এ প্ল্যাটফর্মগুলো যেন জীবনের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে সচেতনতার অভাবে ডিজিটাল মাধ্যমে নানাভাবে ফাঁদেও পড়ছেন অনেকে। অনলাইনের সেরকমই তিনটি ঘটনা সুরে সুরে তুলে ধরেছেন তিন জনপ্রিয় দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

 ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ঈদের  ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। 
 

আরও পড়ুন

×