চাঁদরাতে প্রকাশ পেল ‘পাপজন্ম’

‘পাপজন্ম’ নাটকের পোস্টার
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫ | ২০:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২৫ | ০১:০৪
চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার বাংলাদেশ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই আনন্দকে আরও আনন্দময় করতে চাঁদ রাতেই প্রকাশ হলো ঈদ উপলক্ষে নির্মিত নাটক ‘পাপজন্ম’। ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যা ৭টায় প্রকাশিত হয়েছে নাটকটি।
তরুণ অভিনেতা আরশ খানের সঙ্গে তাসনুভা তিশাকে জুটি করে নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। নির্মাতার ভাষ্য, একটি চমকপ্রদ গল্প, দুর্দান্ত অভিনয় আর অসাধারণ নির্মাণশৈলী দেখা যাবে নাটকটিতে।
এতে বিভিন্ন চরিত্রে আরশ-তাসনুভা তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, রকি খান, শম্মা নিজাম, শাখাওয়াত শোভন, মনোজ রয়সহ আরও অনেকে।
- বিষয় :
- ঈদের নাটক