টিকিট না পাওয়ার অভিযোগে যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫ | ১৯:৫৪ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৫ | ২০:০৩
এবার ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২’। সিনেমার প্রচারের জন্য খুব বেশি দেখা যাচ্ছে না তাঁকে। কারণ, পায়ে অস্ত্রোপচারের কারণে হুইল চেয়ারে বসে চলছেন তিনি।
বুধবার হুইল চেয়ারে বসেই রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে হাজির হন তিনি। এ সময় সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মোশাররফ করিম।
প্রেক্ষাগৃহে এই ছবির টিকিট সংকট রয়েছে বলে অভিনেতাকে অভিযোগ করেন দর্শকেরা। আর তারই জবাব দিলেন তিনি।
টিকিট না পাওয়া প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘যদি এমন হয় যে একটি সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই। আর এটা নিয়ে যদি আমি অল্প হলেও আনন্দ পাই তাহলে সেটা মানসিক অসুস্থতা। কারণ একটা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে বলেই সেটা খারাপ হয়ে গেল এমন নয়। হতেই পারে সেই সিনেমা বহু বছর দর্শকের মনে বেঁচে থাকবে।’
মোশাররফ করিম বলেন, ‘আমাদের সিনেমা হয়তো দীর্ঘবছর বেঁচে থাকবে না কিন্তু দর্শক সিনেমাটা দেখছে এটাতে আমি সন্তুষ্ট।’
২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য অনুদান পান নির্মাতা শরাফ আহমেদ জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’।
মোশাররফ করিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনাক হাসান, তারিন জাহান, মৌসুমী নাগ ও শাশ্বত দত্তসহ আরও অনেকে।
- বিষয় :
- মোশাররফ করিম
- সিনেমা