ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘বাহুবলী-২’ সিনেমাকে কেন পিছিয়ে রাখলেন নির্মাতা রাজামৌলি

‘বাহুবলী-২’ সিনেমাকে কেন পিছিয়ে রাখলেন নির্মাতা রাজামৌলি

প্রভাস, আনুশকা শেঠি ও এস. এস. রাজামৌলি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫ | ১৭:১৭ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ | ১৭:২৫

২০১৫ সালে এস. এস. রাজামৌলির সিনেমা ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর ভারতীয় সিনেমার চিত্রই বদলে যায়। চোখ ধাঁধানো ভিজ্যুয়াল, মহাকাব্যিক যুদ্ধের দৃশ্য, শিল্পীদের অভিনয় আর টানটান গল্প বলার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের জন্য এক নতুন মাইলফলক স্থাপন হয়েছিল।

প্রায় দুই বছর পর মুক্তি পায় এর সিকুয়েল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’- যা বৈশ্বিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হয়ে ওঠে।

‘বাহুবলী-১’ সিনেমায় দেখানো হয় কীভাবে এক যুবক হঠাৎ জানতে পারে তার রাজপরিবারের উত্তরাধিকারের কথা এবং কীভাবে তার পিতা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। ‘বাহুবলী ২’-তে সেই যুবক প্রতিশোধ নেওয়ার, তার মাকে উদ্ধার করার এবং তার বাবার হারানো সম্মান পুনরুদ্ধারের সংকল্পের গল্প বলা হয়।

২০১৮ সালে ভারতীয় প্রযোজক-নির্মাতা করণ জোহর তার টক শো ‘কফি উইথ করণ’-এ বাহুবলী সিরিজের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানান। সেখানে ছিলেন এস. এস. রাজামৌলি, প্রভাস এবং রানা দাগ্গুবতী। র‍্যাপিড ফায়ার রাউন্ডে রাজামৌলিকে করণ জিজ্ঞেস করেন, ‘আপনার প্রিয় সিনেমা কোনটি? ‘বাহুবলী-১’ নাকি ‘বাহুবলী-২’?

কিছুক্ষণ ভেবে রাজামৌলি উত্তর দেন, ‘বাহুবলী-১’। তার খোলামেলা ও দ্রুত উত্তর শুনে প্রভাসও অবাক হয়ে যান। স্বীকার করেন তিনিও জানতেন না রাজামৌলির কাছে ‘বাহুবলী-১’ সিনেমাটিই বেশি প্রিয়। অথচ ভারতের ইতিহাসে ‘বাহুবলী-২’ দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা।

রাজামৌলি ‘বাহুবলী ১’ সিনেমাকে প্রিয় বলার কারণ, সেখানেই প্রথমবারের মতো মহিষ্মতী সাম্রাজ্যের জাদুকরী জগত নির্মিত হয়েছিল। এখানেই অমরেন্দ্র বাহুবলী, বল্লালদেব ও কাটাপ্পার মতো মহাকাব্যিক চরিত্রগুলোর পরিচয় দর্শকদের সামনে আসে।

একজন নির্মাতার দৃষ্টিকোণ থেকে দেখলে, কিছু নতুন করে তৈরি করার আনন্দই আলাদা। সম্ভবত সেই কারণেই ‘বাহুবলী ১’ তার হৃদয়ের সবচেয়ে কাছের সিনেমা। সূত্র: কইমই।

আরও পড়ুন

×