ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘রানি’ ফিরছেন তিনগুণ মজা মাস্তি ও রহস্য নিয়ে

‘রানি’ ফিরছেন তিনগুণ মজা মাস্তি ও রহস্য নিয়ে

তাপসী পান্নু। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫ | ১৭:৪৮ | আপডেট: ০৫ মে ২০২৫ | ১৭:৫১

আবারও পর্দায় ফিরছেন ‘রানি’।  আর সঙ্গে থাকছেন সেই রোমাঞ্চ, প্যাশন আর খুনোখুনি-তে মোড়া ‘হাসিন দিলরুবা’ এর সেই চেনা জগত। বেশ কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রী তাপসী পান্নুর পাশাপাশি এ সিরিজের  চিত্রনাট্যকার কনিকা ঢিলোঁ ইঙ্গিত দিয়েছিলেন যে আসছে তৃতীয় পর্ব।  এরপরই শুরু হয়েছে চর্চা। যদিও সে চর্চায় খুব একটা প্রাণ ছিল না। তবে এবার প্রাণ পেল। পাকাপাকি মিলল খবর। সত্যি সত্যিই আসছে ‘হাসিন দিলরুবা ৩’।  পিংকভিলা জানিয়েছে তৃতীয় পর্বের চিত্রনাট্য লেখার কাজ পুরোদমে চলছে। ‘রানি’ আর ‘ঋষু’র প্রেম, প্রতারণা আর মৃত্যু ঘিরে যে দুনিয়া সাজানো হচ্ছে, তা আগের দু’টি সিজনের থেকেও বেশি উত্তেজক হবে বলেই টিমের ভাষ্য। 

সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানায়, নেটফ্লিক্সের অন্যতম সফল থ্রিলার সিরিজ ‘হাসিন দিলরুবা’। তাই এই সিরিজের তিন নম্বর সিজনের গল্পে চমক, মজা আর টুইস্ট—সব কিছুই তিনগুণ বাড়ানো হচ্ছে। তাপসী পান্নু নিজেও কয়েক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে ‘ফির অয়ি হাসিন দিলরুবা’-র একটি ক্লিপ শেয়ার করে লিখেছিলেন, “পাগলামিটা মিস করছি, পণ্ডিতজি! বলো দেখি?” আর তাতেই কানিকার ঝলমলে রিপ্লাই—“এইবারে পাগলামি তিনগুণ! 'পণ্ডিতজি' শুরু করে দিয়েছেন নতুন কিতাব!” তার মানে আরও নতুন নতুন রহস্য নিয়ে  রানি-কে নিয়ে প্রস্তুত হচ্ছে ‘হাসিন দিলরুবা ৩’।  আর তার পরই তাপসীর প্রশ্ন: “রানির জীবনে এবার কী কী অপ্রত্যাশিত মোচড় চাইছেন আপনারা?”


প্রসঙ্গত, ২০২১ সালে প্রথম মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’, এরপর ২০২৪-এ আসে সিক্যুয়েল ‘ ফির অয়ি হাসিন দিলরুবা’। দু’টি ছবিতেই তাপসী ছিলেন মুখ্য ভূমিকায়, সঙ্গে ছিল প্রথমে বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে। দ্বিতীয় ছবিতে যোগ দেন সানি কৌশল।   সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে আলাদা একটা প্রভাব বিস্তার করে আছে। সিনেমাটি এতটাই দর্শককে বিনোদন দিয়েছিলো  এদিকে অভিনেত্রী তাপসী পান্নুকে সর্বশেষ তাকে দেখা গেছে শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’ সিনেমায়। সেখানে তার অভিনয় প্রশংসা পেয়েছে দর্শকদের। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি তাপসীর ক্যারিয়ারে যুক্ত করেছে ভিন্ন মাত্রা। তবে 
তাপসীর পরবর্তী সিনেমা ‘গান্ধারী’। দেবাশীষ মাখিজা পরিচালিত এবং কানিকা ঢিলোঁ প্রযোজিত এই ছবি মুক্তি পাবে নেটফ্লিক্সে, চলতি বছরেই। ছবিতে ইশওয়াক সিং থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

আরও পড়ুন

×