মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

শাহরুখ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৫ | ১৩:৫৫ | আপডেট: ০৬ মে ২০২৫ | ১৪:১০
সম্পূর্ণ কালো পোশাক, গলায় বেশ কয়েকটি হার, হাতে স্টিক। এই সাজেই প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে ধরা দিলেন শাহরুখ খান। তার এই লুকে মুগ্ধ অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মেট গালায় অংশ নিতে রোববারই নিউ ইয়র্ক পৌঁছেছেন কিং খান। পোশাকশিল্পীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘বেঙ্গল টাইগার’ সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগাবেন শাহরুখ খান। সোববার রাতে মেট গালা ২০২৫-এর মঞ্চে সম্পূর্ণ কালো পোশাকে ধরা দিলেন কিং খান।
ঐতিহাসিক এই ইভেন্টে কিং খান পরেছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি লম্বা কালো কোট। যা মেঝেতে লুটিয়ে ছিল। কালো শার্ট। গলায় ছিল ভারী ও চকমকে বেশ কয়েকটি হার। ছিল হিরা খচিত ‘কে’ লেখা একটি পেনডেন্ট। হাতে ছিল বেশ কয়েকটি আংটি। এর সঙ্গে হাতে ছিল স্টিক। এটি কিং খানের এই লুককে অন্য মাত্রা দিয়েছে।
মেট গালার মঞ্চে এসে পোজ দেন কিং খান। হাসি মুখে হাত নাড়েন ফ্যানদের জন্য। ভোলেননি নিজের সিগনেচার পোজ দিতেও। ম্যানেজার পূজা দদলানি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন শাখরুখ খানের এই মেট গালা লুক। যা দেখে উচ্ছ্বসিত ভক্তরা।
প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মূলত মহিলারাই অংশ নেন এতে।
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে অংশ নিয়ে ইতিহাস তৈরি করলেন শাহরুখ খান। হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।
- বিষয় :
- শাহরুখ খান